মুম্বই: মঙ্গলবার ট্যুইটারে ‘আস্ক মি এনিথিং’ সেশন করলেন শাহরুখ খান। মন খুলে তাঁকে যে কোনও প্রশ্ন করার সুযোগ। মজার মজার প্রশ্ন আর তার বুদ্ধিদীপ্ত জবাবে জমাটি সেশন করলেন তিনি। প্রশ্নকর্তাদের মধ্যে যেমন তাঁর ভক্তরা ছিলেন, তেমনই ছিল ট্রোলিং বাহিনীও। কিন্তু সবাইকে দারুণভাবে এন্টারটেন করেছেন শাহরুখ। যেমন একজন ট্রোল করে জানতে চাইলেন, শাহরুখ কি তাঁর বাড়ি ‘মন্নত’ বিক্রি করছেন? ভাই মন্নত বেচনে ওয়ালে হো কেয়া? শাহরুখ তাঁর উদ্দেশে বলেন, ভাই মন্নত বিকতি নহি সর ঝুকা কর মাংতি জাতি হ্যায়। ইয়াদ রাখোগে তো লাইফ মে কুছ পা সকোগে অর্থাত্, মন্নত বিক্রি হয় না। মন্নত মানে প্রার্থনা।মাথা ঝুকিয়ে তা চাইতে হয়। জীবনে কিছু পেতে হলে কথাটা মনে রেখো।


এক ফ্যান প্রশ্ন করেন, সাম্প্রতিক বিবাহ বার্ষিকীতে স্ত্রী গৌরীকে কী উপহার দিলেন। শাহরুখের জবাব, আমার জীবনের সবচেয়ে সেরা গিফট যে, তাঁকে আর কী গিফট দেব? আরেকজন শাহরুখের মতো হতে চাইলে কী খাওয়া উচিত, জানতে চান। শাহরুখের উত্তর, এটা তো জোক, আগে পড়েছিলাম। এটা স্রেফ একটা জোক। লোকে বলে, আপনি কী খান, সেটা আপনার পরিচয়। কিন্তু আমার মনে পড়ে না কখনও কোনও লেজেন্ডকে খেয়েছি।
আগামী একটি প্রজেক্ট নিয়েও ফ্যানদের সঙ্গে খুনসুটি করেন শাহরুখ। একজন জানতে চান, তিনি কি দুবাইয়ে তাঁর ছবি দিলওয়ালে দুলওয়ানিয়া লেজায়েঙ্গে দেখবেন? শাহরুখ বলেন, সম্ভবত প্রেক্ষাগৃহে নিজের নতুন ছবি দেখার অপেক্ষা করব না। শ্যুটিং শুরু করব। তারপর পোস্ট প্রোডাকশন, তারপর সিনেমা হল। প্রায় এক বছর লাগবে ধরে নিচ্ছি।


শাহরুখের শেষ ছবি জিরো মুক্তি পেয়েছিল ২০১৮য়। ক্যাটরিনা কাইফ, অনুষ্কা শর্মা ছিলেন ছবিতে। ছবিটি ফ্লপ হয়। তারপর শাহরুখের নতুন প্রজেক্টের কথা শোনা যায়নি। এক ফ্যান যখন প্রশ্ন করেন, গত ১০ বছরে বাজে স্ক্রিপ্ট বাছাইয়ের জন্য কি দুঃখ বোধ করেন? শাহরুখ বলেন, আপনি যা করছেন, তাতে বিশ্বাস, ভরসা রাখতে হবে। সাফল্য, স্বীকৃতি-সব তো দর্শকের হাতে। আপনার বিশ্বাস আপনার হৃদয়ে।
আরেক ভক্ত প্রশ্ন করেন, অনামী বন্ধুদের সঙ্গে বেরলে শাহরুখ কি পুরো বিল মেটান না আংশিক দেন? শাহরুখ বলেন, এর সঙ্গে বিখ্যাত বা অখ্যাতের প্রশ্ন নেই। ওরাই বিল মেটায়, আমার টাকাপয়সা সঙ্গে থাকে না।