নয়াদিল্লি: সবসময়ই নতুন কিছু করা স্বভাব ‘বলিউডের বাদশা’ র। আজ টুইটারে নতুন একটি ট্রেন্ড চালু করেছিলেন শাহরুখ। তাঁকে যে কোনও প্রশ্ন করতে পারে অনুরাগীরা। কেবল টুইটার পেজে প্রশ্নের সঙ্গে হ্যাশট্যাগ দিয়ে জুড়ে দিতে হবে আস্কএসআরকে।
বলিউডের ‘কিং অফ রোম্যান্সে’-র প্রত্যুৎপন্নমতিত্ত ও রসবোধ সর্বজনবিদিত। এই নতুন ট্রেন্ডে আরও একবার তার পরিচয় পেলেন অনুরাগীরা। অনুরাগীদের সবরকম প্রশ্নের উত্তরে শাহরুখ সমান সপ্রতিভ।
শাহরুখের এই নতুন ট্রেন্ডে অনুরাগীদের সাড়াও মিলল প্রচুর। বেশ অনেকেই কৌতুক করে প্রশ্ন করলেন বিভিন্ন বিষয়ে। রইল সেইসব মজার কথোপকথনেরই কিছু অংশ।
এক অনুরাগী লিখেছেন, ‘শুনলাম আপনি ধুম-৪ ছবিতে অভিনয় করছেন?’ উত্তরে শাহরুখ বলেন, ‘আমিও এরকমই শুনেছি। এবিষয়ে আরও কিছু খবর আপনি জানলে অবশ্যই আমায় জানাবেন।’
অপর এক অনুরাগী লেখেন, ‘পরবর্তীকালে আপনার কি তামিল ছবি পরিচালনা করার কোনও পরিকল্পনা করেছে?’ উত্তরে মজা করে শাহরুখ লেখেন, ‘অবশ্যই! আমার তো ভাষার ওপর ভীষণ ভালো দখল!’
আরেক অনুরাগী বেশ মজা করে একেবারে ভিন্ন একটা মন্তব্য করে বসেন। বলেন, ‘আজ তো দশেরা। আপনি নিজের রা-ওয়ান ছবির সিডিটা কেন জ্বালিয়ে দিচ্ছেন না?’ আবারও নিজের রসবোধের পরিচয় দেন শাহরুখ। বলেন, ‘কাটা ঘায়ে আর কত নুনের ছিটে দেবে!’
কথোপকথনের শেষে টুইটারে অনুরাগীদের বিদায় জানান শাহরুখ। স্ত্রী গৌরী খানের জন্মদিনের কথাও জানান ভক্তদের।
নিজের কেরিয়ারের আগামী পরিকল্পনা নিয়ে এখনও অবধি মুখ খোলেননি কিং খান। সর্বশেষ ‘জিরো’ ছবিতে দেখা গিয়েছিল তাঁকে।
অনুরাগীদের প্রশ্নে শাহরুখের মজার জবাব নজর কাড়ল সোশ্যাল মিডিয়ায়
Web Deask, ABP Ananda
Updated at:
08 Oct 2019 06:41 PM (IST)
আজ টুইটারে নতুন একটি ট্রেন্ড চালু করেছিলেন শাহরুখ। তাঁকে যে কোনও প্রশ্ন করতে পারে অনুরাগীরা। কেবল টুইটার পেজে প্রশ্নের সঙ্গে হ্যাশট্যাগ দিয়ে জুড়ে দিতে হবে আস্কএসআরকে।
NEXT
PREV
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -