মুম্বই: উৎকণ্ঠার অবসান। হাসপাতাল থেকে ছাড়া পেলেন বলিউডের কিং (Bollywood King)। আমদাবাদের কে ডি হাসপাতাল (K D Hospital) থেকে ছাড়া পেয়ে মুম্বইয়ে নিজের পরিবারের কাছে পৌঁছেছেন শাহরুখ খান (Shah Rukh Khan)। কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে মুম্বই নামেন তিনি। দূর থেকে ক্যামেরাবন্দি হয়েছেন তাঁর স্ত্রী ও ডিজাইনার গৌরী খান (Gauri Khan), ম্যানেজার পূজা দাদলানি (Pooja Dadlani)। 


হাসপাতাল থেকে ছুটি, মুম্বই ফিরলেন শাহরুখ খান


মঙ্গলবার IPL-এর কোয়ালিফায়ার ১ ম্যাচে নিজের দলের হয়ে গলা ফাটাতে আমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে উপস্থিত ছিলেন অভিনেতা, ও কেকেআরের অন্যতম কর্ণধার শাহরুখ খান। সেই ম্যাচ জিতে IPL-এর চলতি মরশুমের ফাইনালে প্রথম দল হিসেবে নিজেদের স্থান পাকা করে নেয় শাহরুখের দল, কলকাতা নাইট রাইডার্স। সেই উচ্ছ্বাসে মাঠে নেমে সেলিব্রেট করতে দেখা যায় কিং খানকে। কিন্তু এরপরই দুঃসংবাদ মেলে বুধবার। এদিন দুপুর ১টা নাগাদ হাসপাতালে ভর্তি করা হয় বাদশাহকে। আমদাবাদের প্রবল গরমে হিটস্ট্রোকে আক্রান্ত হন বছর ৫৮-র কিং। ডিহাইড্রেশন হয়। তড়িঘড়ি তাঁকে ভর্তি করা হয় কেডি হাসপাতালে। সেখানেই চিকিৎসকদের কড়া নজরদারিতে ছিলেন তিনি। 


এদিন শাহরুখের অসুস্থতার খবর পেয়ে তড়িঘড়ি আমদাবাদে উড়ে আসেন তাঁর স্ত্রী গৌরী খান। হাসপাতালে হাজির অভিনেতার ঘনিষ্ঠ বন্ধু ও কেকেআরের অপর কর্ণধার জুহি চাওলা। তবে কয়েক ঘণ্টার মধ্যেই খবর মিলতে থাকে যে আগের থেকে অনেকটা ভাল আছেন শাহ। বৃহস্পতিবারই তিনি মুম্বই ফিরে আসবেন বলে খবর মেলে। 


সেই খবরই সত্যি হল। বুধবার তাঁকে হাসপাতাল থেকে ছাড়া হয়নি। বৃহস্পতিবার হাসপাতাল থেকে ছুটি পান অভিনেতা। গতকালই জন্মদিন পালন করেন শাহরুখ-কন্যা সুহানা, ছেলে আরিয়ান ছিলেন শ্যুটিংয়ের কাজে। বাবার কাছে আসতে চাইলেও, বাবাই তাঁদের শান্ত হতে বলেন বলে খবর। তবে এদিন শাহরুখের সঙ্গে দেখা মিলল তাঁর মেয়ে ও ছোট ছেলে আব্রামের। বৃহস্পতিবার মুম্বইয়ের প্রাইভেট এয়ারপোর্টে ক্যামেরাবন্দি হন খান পরিবার। ছাতা দিয়ে একপ্রকার আড়াল করেই রাখা হয় কিং খানকে। সঙ্গে ছিলেন স্ত্রী গৌরী, ম্যানেজার পূজা দাদলানি, মেয়ে সুহানা ও ছেলে আব্রাম। সঙ্গে দেখা মেলে অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্যা নন্দকেও, তবে তিনি আলাদা গাড়িতে রওনা হন। বলিপাড়ায় গুঞ্জন সুহানার সঙ্গে প্রেমের সম্পর্কে রয়েছেন অগস্ত্যা।


আরও পড়ুন: 'Laapataa Ladies': সাফল্যের চূড়ায় 'লাপতা লেডিজ', রণবীরের 'অ্যানিম্যাল'কে ছাপিয়ে নয়া রেকর্ড কিরণ রাওয়ের


শোনা যায় বাড়ি ফিরে আগামী এক সপ্তাহ কাজ থেকে বিরতি নেবেন শাহরুখ খান। তবে এদিন জুহি চাওলা এক সাক্ষাৎকারে জানান যে এখন অনেকটাই ভাল আছেন শাহ। দ্রুত একেবারে সুস্থ হয়ে উঠবেন তিনি, এবং জুহি একপ্রকার নিশ্চিত যে রবিবার চেন্নাইয়ে IPL-এর ফাইনালে নিজের দলকে উজ্জীবিত করতে, তাঁদের হয়ে গলা ফাটাতে মাঠে অবশ্যই হাজির হবেন শাহরুখ খান। 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।