নয়াদিল্লি: একা একা পর্বতজয়ে গিয়ে মর্মান্তিক পরিণতি। উত্তর আমেরিকার সর্বোচ্চ পর্বতশৃঙ্গ ছুঁয়ে দেখতে গিয়েছিলেন জাপানের ওই পর্বতারোহী। গোড়ার দিকে পরিবারের সঙ্গে যোগাযোগ বজায় রাখলেও, কিন্তু বেশ কিছু দিন ধরেই তাঁর কোনও মিলছিল না। খোঁজাখুঁজি করতে গিয়ে পর্বতের কোলেই খোঁজ মিলল ওই পর্বতারোহীর। ডেনালি পাস পেরোনোর সময় পড়ে গিয়ে তাঁর মৃত্যু হয় বলে প্রাথমিক তদন্তে অনুমান। (Denali Climber Dies)


জাপানের ওই পর্বতারোহীকে টি হাজিওয়ারা বলে শনাক্ত করা গিয়েছে। জাপানের নাগরিক তিনি। একা একা ৬ হাজার ১৯০ মিটার উঁচুতে ডেনালি শৃঙ্গ ছুঁতে গিয়েছিলেন। পর্বত আরোহণের সময় inReach-এর মাধ্যমে পরিবারের সঙ্গে যোগাযোগও বজায় রেখেছিলেন হাজিওয়ারা। কিন্তু গত কয়েক দিন ধরে পরিবারের লোকজনের সঙ্গে যোগাযোগ করেননি তিনি। এর পর গত ১৯ মে পার্ক রেঞ্জার্সদের সঙ্গে যোগাযোগ করে পরিবার। শেষ পর্যন্ত পর্বতশৃঙ্গের ১৭০০০ ফুট উচ্চতায় ওই পর্বতারোহীর দেহ খুঁজে পাওয়া যায়। (Japanese Climber Dies)


স্যাটেলাইট কমিউনিকেশন প্রযুক্তির মাধ্যমেও হাজিওয়ারার দেহ খুঁজে পাওয়া সম্ভব হয়। দেখা যায়, ১৬ মে থেকে হাজিওয়ারার গতিবিধিতে কোনও পরিবর্তন ঘটেনি। তাই ডেনালে পাস থেকে তিনি পডে গিয়ে থাকবেন বলে সন্দেহ জাগে। সেই মতো তল্লাশি চালাতে গিয়েই তাঁর নিথর দেহ উদ্ধার হয়। ডেনালি ন্যাশনাল পার্ক অ্যান্ড প্রিজার্ভের রেঞ্জাররা ওই দেহ উদ্ধার করেন।


আরও পড়ুন: Benjamin Netanyahu: প্যালেস্তাইনে যুদ্ধাপরাধ ঘটানোয় গ্রেফতার হবেন নেতানিয়াহু? আর্জি জমা পড়ল আন্তর্জাতিক আদালতে


পর্বতশৃঙ্গের ১৬ হাজার ২০০ ফুট উঁচুতে হাজিওয়ারা তাঁবু খাটিয়েছিলেন। সেটিরও খোঁজ পান রেঞ্জাররা। তবে তাঁবুটি খালি ছিল। হাজিওয়ারাকে দেখেছেন বলেও উদ্ধারকারীদের জানান অন্য এক পর্বতারোহী। এর পরই ডেনালি পাস অভিমুখে এগোন উদ্ধারকারীরা। পর্বতশৃঙ্গের পশ্চিম ঢাল থেকে উদ্ধার হয় হাজিওয়ারার দেহ। কীভাবে তিনি পড়ে গেলেন, সে ব্যাপারে এখনও পর্যন্ত পরিষ্কার ধারণা মেলেনি।


আমেরিকার আলাস্কার ডেনালি পার্কে অবস্থিত ডেনালি ন্যাশনাল পার্ক অ্যান্ড প্রিজার্ভ। ২০২৩ সালে সেখানে প্রায় ৫ লক্ষ পর্যটক পা রেখেছিলেন। ডেনালি মাউন্ট ম্য়াকিনলে নামেও পরিচিত। এর সর্বোচ্চ শৃঙ্গের উচ্চতা ২০ হাজার ৩১০ ফুট, যা উত্তর আমেরিকার মধ্যে সর্বোচ্চ শৃঙ্গ। মে থেকে জুলাই মাসেই সাধারণত পর্বতারোহীরা ভিড় জমান সেখানে। ডেনালির পশ্চিম ঢালে এই মুহূর্তেও ৩২৫ জন পর্বতারোহী রয়েছেন। ডেনালির এই পশ্চিম ঢালটিকে অত্যন্ত বিপজ্জনক হিসেবে ধরা হয়। ১৯৮০ সাল থেকে এখনও পর্যন্ত সেখানে পড়ে গিয়ে ১৪ জন মারা গিয়েছেন।