খুশি হয়ে অনুরাগীদের বার্তা দিয়েছেন বাদশা। লিখেছেন, "এভাবেই ভালবাসা বইতে থাকুক। ইতিবাচক মনোভাব এভাবেই ছড়িয়ে পড়ুক। ...সবার জন্য ভালবাসা।"
শাহরুখের ট্যুইটারে ফলোয়ারের সংখ্যা ৩৯ মিলিয়ন অর্থাৎ ৩ কোটি ৯০ লক্ষ ছোঁয়ার সঙ্গে সঙ্গেই #SRK39MILLION এখন ট্রেন্ডিং।
শাহরুখের অনতিদূরেই বলিউড শাহেনশা। অমিতাভের ফলোয়ারের সংখ্যা ৩৮.৮ মিলিয়ন।
কিছুদিন আগে শাহরুখ ট্যুইটারে #AskSRK হ্যাশট্যাগে একটি সেশন শুরু করেন। এই হ্যাশট্যাগে তাঁকে নানারকম প্রশ্ন করেন অনুরাগীরা। প্রশ্ন ওঠে, বলিউডে তাঁর দীর্ঘবিরতি নিয়েও।
সম্প্রতি জ্যাকি চ্যানের সঙ্গে একটি ছবি শেয়ার করেন কিং খান। সৌদি আরবে জয় ফোরামে অংশ নিয়েছিলেন তিনি।
জনপ্রিয় আমেরিকান টেলিভিশন শো সঞ্চালক ডেভিড লেটারম্যানের সঙ্গেও একটি ছবি পোস্ট করেন তিনি। নেটফ্লিক্সে লেটারম্যানের জনপ্রিয় শো-এ পরবর্তী অতিথি কিং খান। প্রসঙ্গত 'জিরো'র পর থেকে নতুন কোনও ছবির ঘোষণা করেননি তিনি।