‘সঠিক সময়ে’ বৌদ্ধধর্ম গ্রহণ করবেন, ঘোষণা মায়াবতীর
Web Desk, ABP Ananda | 15 Oct 2019 08:54 AM (IST)
মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচনের প্রচার উপলক্ষে নাগপুরে এক জনসভায় মায়াবতী বলেন, মৃত্যুর আগে ধর্ম পরিবর্তন করেছিলেন বাবাসাহেব (অম্বেদকর)।
ছবি সৌজন্যে ট্যুইটার
নাগপুর: বি আর অম্বেদকরের পথে হেঁটে বৌদ্ধধর্ম গ্রহণ করার কথা ঘোষণা করলেন বসপা সুপ্রিমো মায়াবতী। তবে তিনি কবে ধর্ম পরিবর্তন করবেন, সে বিষয়ে নির্দিষ্টভাবে কিছু জানাননি। ‘সঠিক সময়ে’ ধর্ম পরিবর্তন করবেন বলে জানিয়েছেন তিনি। মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচনের প্রচার উপলক্ষে নাগপুরে এক জনসভায় মায়াবতী বলেন, ‘মৃত্যুর আগে ধর্ম পরিবর্তন করেছিলেন বাবাসাহেব (অম্বেদকর)। আপনারা হয়তো ভাবছেন, বহেনজি কবে বাবাসাহেবের পথে হেঁটে বৌদ্ধধর্ম গ্রহণ করবেন? আমার উত্তর হল, আমি বৌদ্ধধর্মের দীক্ষা নেব। তবে সেটা সঠিক সময়ে। আমার সঙ্গে আরও অনেকে বৌদ্ধধর্ম গ্রহণ করবেন। বাবাসাহেবের অনুগামীরা যখন রাজনীতির ময়দানে তাঁর পদাঙ্ক অনুসরণ করবেন, তখনই ধর্মীয় রূপান্তর সম্ভব হবে।’