নয়াদিল্লি: মঙ্গলবার IPL-এর কোয়ালিফায়ার ১-এ (IPL Qualifier 1) 'কলকাতা নাইট রাইডার্স'-এর (Kolkata Knight Riders) হয়ে গলা ফাটাতে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে (Narendra Modi Stadium) উপস্থিত ছিলেন দলের অন্যতম কর্ণধার, বলিউডের বাদশাহ শাহরুখ খান (Shah Rukh Khan Hospitalised)। দল যখন ম্যাচ জেতে, মাঠে নেমে উচ্ছ্বাসে মাততে দেখা যায় তাঁকে। তবে আমদাবাদের তীব্র গরমে কাবু হলেন পরদিনই। বুধবার দুপুরে হঠাৎই খবর মেলে হিটস্ট্রোকে আক্রান্ত কিং খান। তড়িঘড়ি তাঁকে ভর্তি করা হয় কেডি হাসপাতালে। ডিহাইড্রেশনের (dehydration) শিকার অভিনেতা বৃহস্পতিবারই ফিরছেন মুম্বই। এখনও অনিশ্চিত রবিবার চেন্নাইয়ে (Chennai) ফাইনাল ম্যাচে নিজের দলের হয়ে চিয়ার করতে শাহরুখ উপস্থিত থাকবেন কি না। 


গরমে কাবু কিং খান, কেমন আছেন এখন?


বুধবার দুপুর ১টা নাগাদ হাসপাতালে ভর্তি করা হয় কিং খানকে। স্বামীর অসুস্থতার খবর পেয়ে তড়িঘড়ি আমদাবাদে পৌঁছন স্ত্রী গৌরী খান। হাসপাতালে তারকাকে দেখতে আসেন তাঁর ঘনিষ্ঠ বন্ধু, অভিনেত্রী ও কেকেআর টিমের অপর কর্ণধার জুহি চাওলা ও তাঁর স্বামীও। বুধবার সংবাদমাধ্যম টাইমসনাও নিউসকে শাহরুখের এক ঘনিষ্ঠ বন্ধু বলেন, 'সবটাই তীব্র দাবদাহের জন্য হয়েছে। প্রচণ্ড জ্বর চলে আসে শাহরুখের এবং তাড়াতাড়ি ওঁকে হাসপাতালে নিয়ে যেতে হয়।' তিনি আরও বলেন, 'তবে এখন ও (শাহরুখ খান) ভাল আছে এবং কাল আমদাবাদ থেকে মুম্বইয়ের বাড়িতে ফিরবে স্ত্রী গৌরীর সঙ্গে।' গৌরী আজ অসুস্থ শাহরুখের সঙ্গে থাকবেন বলে আমদাবাদে পৌঁছেছেন। শোনা যাচ্ছে আগামী অন্তত এক সপ্তাহ কাজ থেকে বিরতি নেবেন বাদশাহ্। তবে আগামী রবিবার আইপিএলের ফাইনাল ম্যাচ যেখানে প্রথম দল হিসেবে স্থান করে নিয়েছে তাঁর প্রাণের প্রিয় 'কলকাতা নাইট রাইডার্স'। IPL-এর চলতি মরশুমে কেকেআরের প্রায় প্রত্যেক ম্যাচেই মাঠে উপস্থিত ছিলেন কিং খান। এবার ১ সপ্তাহর বিশ্রামের কারণে তিনি রবিবারের ফাইনাল ম্যাচে থাকবেন কিনা তা নিয়ে সংশয় থেকেই যাচ্ছে।


আরও পড়ুন: Rakhi Sawant: হাসপাতালের অন্দরেই প্রাণনাশের হুমকি পাচ্ছেন রাখী! কী জানালেন প্রাক্তন স্বামী রীতেশ?


ঘটনাচক্রে অভিনেতার ছেলে আরিয়ান খান আজ তাঁর সিরিজ 'স্টারডম'-এর শ্যুটিং শেষ করছিলেন যখন তিনি বাবার হাসপাতালে ভর্তি হওয়ার খবর পান। অন্যদিকে কিং খান কন্যা, অভিনেত্রী সুহানা খানের জন্মদিন ছিল আজ। ঘনিষ্ঠ সূত্রে খবর, 'আরিয়ান ও সুহানা, দু'জনেই সঙ্গে সঙ্গে আমদাবাদে পৌঁছতে চেয়েছিলেন। কিন্তু শাহরুখই তাঁদের ধৈর্য ধরতে বলেন। তিনি আপাতত সুস্থ আছেন এবং কালই মুম্বই ফেরত যাবেন।'


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।