কলকাতা: একের পর এক নতুন ইনিংস আরিয়ান খান (Aryan Khan)-এর জীবনে। পরিচালক হিসেবে ইন্ডাস্ট্রিতে পা, বাণিজ্যিক সংস্থার সূচনা... প্রতিদিনই শিরোনামে জায়গা করে নিচ্ছেন শাহরুখ পুত্র (Shah Rukh Khan)। ইতিমধ্যেই ব্যবসায় পরবর্তী ধাপে পা রেখেছেন আরিয়ান খান। লঞ্চ করেছেন নিজের জামাকাপড়ের ব্র্যান্ড 'ডিয়্যাভল এক্স' (Dyavol.x)। মূলত লাক্সারি স্ট্রিটওয়্যারের ব্র্যান্ড এটা।
প্রথম দিনের টিজার শেয়ার করে আরিয়ান লিখেছিলেন 'ABCDEFGHIJKLMNOPQRSTUVW_YZ। X এখানে আসবে ঠিক ২৪ ঘণ্টার মধ্যে...'। যেমন বলা তেমনই কাজ। ২৫ এপ্রিল ব্র্যান্ডের প্রথম বিজ্ঞাপন প্রকাশ্যে আনলেন আরিয়ান। ২৪ এপ্রিল, শাহরুখ খানও আরিয়ানের ব্র্যান্ডের সঙ্গে নিজের পার্টনারশিপের ঘোষণা করেছেন। টিজারে লাল রঙের 'X' নজরে পড়বে।
ব্যবসায় আরিয়ান পদার্পণ করেন ২০২২ সালের ডিসেম্বর মাসে। তাঁর দুই অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু বান্টি সিংহ ও লেটি ব্ল্যাগোভার সঙ্গে হাত মিলিয়ে শুরু করেন 'ডিয়্যাভল' নামে অভিজাত ভডকা কোম্পানি শুরু করেন। সেই ব্যবসা বৃদ্ধি করতেই তাঁরা অভিজাত স্ট্রিটওয়্যারের ব্র্যান্ড লঞ্চ করলেন। নামে শুধু জুড়েছে 'এক্স'। প্রসঙ্গত, ইডেনে কেকেআরের ম্যাচ দেখতে আসার সময় এই সংস্থারই হুডি পরে এসেছিলেন শাহরুখ। সুহানার গায়েও চোখে পড়েছে এই কালোর ওপর লাল এক্স চিহ্ন দেওয়া হুডি।
শাহরুখ পুত্রের সংস্থা, আপনি বিত্তশালী হোন বা নিতান্ত মধ্যবিত্ত... পোশাকের দাম কেমন তা জানতে আপনার মন চাইতে পারে বই কি! তবে সাইটে চোখ রেখেই চোখ কপালে উঠেছে নেটিজেনদেন। আরিয়ানের সংস্থায় যে টি-শার্ট বিক্রি হচ্ছে, তার দাম শুরু হয়েছে ২৪ হাজার টাকা থেকে। এরপরে রয়েছে ২৪ হাজারের ওপর বিভিন্ন দামের টি শার্ট। হুডির দাম শুরু হচ্ছে সর্বনিম্ন ৪৫ হাজার টাকা থেকে। 'ডিয়্যাভল এক্স'-এর জ্যাকেটের দাম সর্বনিম্ন ২ লাখ টাকা।
সোশ্যাল মিডিয়ায় এই দামের কথা ছড়িয়ে পড়তেই উঠেছে নানা প্রশ্ন। অনেকেরই মত, সাধারণ মানুষ বা মধ্যবিত্তের কথা বাদ দিলেও, এই পোশাক উচ্চবিত্তদেরও ধরাছোঁয়ার কার্যত বাইরে। অনেকেই বলেছেন, কেবলমাত্র ব্র্যান্ড ও দাম দেখানোর জন্যই এই পোশাক কিনবেন মানুষ। প্রথম কাজে এই সমালোচনা আরিয়ানের ব্যবসায় আদৌ আঁচ ফেলে কি না, সেই উত্তর দেবে সময়।
আরও পড়ুন: Summer Lifestyle: গরমে সুস্থ থাকতে মানতেই হবে কোন কোন নিয়ম? রইল টিপস