মুম্বই: বলিউডে এখন একটাই ছবির রমরমা, 'পাঠান' (Pathaan)। চার বছর পর বড়পর্দায় (big screen) ফিরেই একেবারে ঝড় তুলেছেন কিং খান (King Khan)। তবে এ তো সবে শুরু। এই বছরে তাঁর আরও দুটি ছবি মুক্তি পাওয়ার কথা। 'পাঠান'-এর সাফল্যের মধ্যেই শাহরুখ খান (Shah Rukh Khan) ফিরলেন তাঁর পরবর্তী ছবি 'জওয়ান'-এর  (Jawan) শ্যুটিংয়ে। আর সেই সেট থেকেই ভাইরাল (viral) হল কিং খানের একটি ছবি।


ভাইরাল শাহরুখের 'জওয়ান' লুক


পরবর্তী ছবির শ্যুটিংয়ে মন দিয়েছেন কিং খান। চলছে 'জওয়ান' ছবির শ্যুটিং। গোটা মুখে ব্যান্ডেজ সমতে পোস্টার প্রকাশ্যে এসেছিল আগেই। এবার সেই লুকেই শ্যুটিং সেট থেকে ভাইরাল হয়ে গেল অভিনেতার একটি ছবি। সেই ছবিতে দেখা যাচ্ছে শাহরুখ খানের গোটা মুখ ব্যান্ডেজে ঢাকা। চোখ খোলা, বেরিয়ে আছে চুলের লম্বা 'লকস'। 


ছবি ভাইরাল হতেই অনুরাগীদের কমেন্টের বন্যা। সকলেই উত্তেজিত। এক নেটিজেন মন্তব্য করেছেন, 'রাজা এখন থামবেন না। উনিই সেরা।' অপর একজন লিখেছেন, 'বাহ্... পাঠান এখন জওয়ান।'




ভাইরাল ছবি। উৎস: সোশ্যাল মিডিয়া


অ্যাটলির (Atlee) পরিচালনায় তৈরি হচ্ছে 'জওয়ান'। ছবিতে শাহরুখের সঙ্গে দেখা যাবে দক্ষিণের তারকা নয়নতারা (Nayanthara) ও বিজয় সেতুপতিকে (Vijay Sethupathi)। এই ছবিতেও অজস্র অ্যাকশন দৃশ্য থাকবে বলে জানা গেছে। ইতিমধ্যেই মুক্তি পাওয়া টিজারেও তা স্পষ্ট। ছবির প্রযোজনার দায়িত্ব সামলাচ্ছেন শাহরুখ-পত্নী গৌরী খান, অর্থাৎ 'রেড চিলিজ্ এন্টারটেনমেন্ট'।


আরও পড়ুন: Pathaan Film: 'পাঠান'কে বড়পর্দায় দেখতে বাংলাদেশ থেকে ভারতে হাজির অনুরাগীরা


২০২২ সালের জুন মাসে প্রকাশ্যে আসে 'জওয়ান' ছবির টিজার। প্রথম ঝলকেই মন জয় করেন কিং খান। 'জওয়ান' প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ২ জুন, ২০২৩ সালে, পাঁচ ভাষায় - হিন্দি, তামিল, তেলুগু, মালয়লম ও কন্নড়। প্রসঙ্গত, 'পাঠান' ও 'জওয়ান' ছাড়াও এই বছরেই মুক্তি পাবে শাহরুখের তৃতীয় ছবি, রাজকুমার হিরানি পরিচালিত 'ডাঙ্কি'। এই ছবিতে শাহরুখ প্রথম রাজকুমার হিরানি ও তাপসী পন্নুর সঙ্গে কাজ করবেন। 


দেশে 'পাঠান' ছবিটি ইতিমধ্যেই ৩২৫ কোটির গণ্ডি পেরিয়ে গেছে। বিশ্বজুড়ে অবশ্য সেই ব্যবসার পরিমাণ ছাড়িয়েছে ৬৩৫ কোটির গণ্ডি। মনে করা হচ্ছে এই ছবি আজ ১৯ কোটি মতো ব্যবসা করবে যা গতকালের তুলনায় ২০-২৫ শতাংশ কম। একাধিক রেকর্ড ভেঙেছে এই ছবি।