মুম্বই: শেষ ছবি 'জিরো' (Zero) বক্সঅফিসে সাফল্য পায়নি। এরপরে ৪ বছরের বিরতি, 'পাঠান' (Pathaan) নিয়ে প্রত্যাশা যেমন ছিল, তেমন আশঙ্কাও ছিল শাহরুখ অনুরাগীদেরও। কিন্তু ৪ বছর পরে পর্দায় ফিরেই স্বমহিমায় শাহরুখ খান (Shah Rukh Khan)। বক্সঅফিসে ইতিমধ্যেই ৫০০ কোটির আয় টপকে গিয়েছে এই ছবি। কিন্তু গত চারটে বছর কেমন কেটেছিল কিং খানের? লকডাউনে যখন গৃহবন্দি সবাই, কার্যত স্তদ্ধ সমস্ত কাজ, কেমন করে দিন কাটত এসআরকে-র? তাঁকেও কী গ্রাস করত অবসাদ?                                         


আজ 'পাঠান'-এর সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন শাহরুখ খান, দীপিকা পাড়ুকোন (Deepika Padukone), জন আব্রাহাম (John Abraham) ও পরিচালক সিদ্ধার্থ আনন্দ (Siddharth Anand)। সেখানে শাহরুখ তুলে ধরেন, লকডাউন থেকে শুরু করে তাঁর ছবি জিরো-র অসফলতার কথাও। শাহরুখ বলছেন, 'যখন লকডাউনে সমস্ত কাজ বন্ধ হয়ে গেল, আমি ধীরে ধীরে থামার সুযোগ পেলাম। অতিমারির যেমন কিছু ভাল দিক ছিল, তেমনই ছিল খারাপ দিকও। ২ বছর কাজ করিনি। বাড়ির ছোটদের সঙ্গে সময় কাটিয়েছি। আমার চোখের সামনে আরিয়ান, সুহানা, আব্রাম বড় হয়েছে.. বন্ধুদের সঙ্গে সময় কাটিয়েছে। এই সবের সাক্ষী থেকেছি।'                                 


এখানেই থামলেন না পর্দার 'পাঠান' (Pathaan)। বলে চললেন, 'আমার শেষ ছবি জিরো যখন মানুষের পছন্দ হল না, আমার মাথায় একটা অন্য চিন্তা এল। মানুষের হাবভাব দেখে আমার মনে হয়েছিল, হয়তো আর কখনও আমার ছবি ব্যবসা করতে পারবে না। মানুষের ভাল লাগবে না। আমার মনে হয়েছিল বিকল্প পেশা ভাবা উচিত আমার। হয়তো একটা রেস্তোরাঁ খোলা উচিত। সেই কথা মাথায় রেখে রান্নাও শিখেছিলাম। ইতালিয়ান বানানো শিখেছিলাম। কোথাও না কোথাও গিয়ে আমরা সবাই একই।'                       


আরও পড়ুন: Shah Rukh Khan on Pathaan Controversy: 'ভাবাবেগকে আঘাত করতে চাইনি, উদ্দেশ্য ছিল বিনোদন', 'পাঠান' বিতর্কে প্রথমবার মুখ খুললেন শাহরুখ


আজ সাংবাদিক সম্মেলনে প্রথমবার 'পাঠান' নিয়ে বিতর্ক প্রসঙ্গে মুখ খুললেন শাহরুখ। কিং খান বললেন, 'সবার একটাই লক্ষ্য ছিল। এন্টারটেনমেন্ট। মানুষকে বিনোদন দেওয়া। আমরা কেবল ভালবাসা, দয়া ছড়িয়ে দিতে চাই, সে যদি আমরা নেতিবাচক চরিত্রে অভিনয় করি তাওও। 'ডর' ছবিতে আমি নেতিবাচক চরিত্রে অভিনয় করেছিলাম। 'বাজিগর'-এও তাই। এই ছবিতে জন নেতিবাচক চরিত্রে অভিনয় করেছেন। কিন্তু আমরা বাস্তবে কেউ এমন খারাপ নেই। আমাদের একমাত্র লক্ষ্য থাকে দর্শকদের খুশি করা। কারও ভাবাবেগকে আঘাত করা আমাদের কোনও উদ্দেশ্য ছিল না। সবটাই শুধুমাত্র বিনোদনের জন্য'