মুম্বই: সাফল্যের পরে আজ প্রথমবার সাংবাদিকের সামনে টিম 'পাঠান' (Pathaan)। খুশিতে ঝলমল করছেন শাহরুখ খান (Shah Rukh Khan), দীপিকা পাড়ুকোন (Deepika Padukone), জন আব্রাহাম (John Abraham) ও সিদ্ধার্থ আনন্দ (Siddharth Anand)। ছবির সাফল্য যখন বক্স অফিসে ছুঁয়েছে ৫০০ কোটির লক্ষ্যমাত্রা, তখন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে একের পর এক সপ্রতিভ উত্তরে মন জয় করলেন প্রত্যেকেই।                                                                                                                                                                                 


আর পাঠানের পরে সাংবাদিক সম্মেলন থেকেই উঠে এল 'পাঠান ২'-এর জল্পনা! এই ছবির সিক্যুয়াল তৈরি হবে এমন কোনও ইঙ্গিত পাওয়া যায়নি। তবে আজ সাংবাদিক সম্মেলনে শাহরুখ বলেন, 'আমি পাঠান ২-এর জন্য আমার চুল কোমর পর্যন্ত লম্বা করতে রাজি আছি। পাঠান ২ যাতে ভাল হয়, তার জন্য আমি আমার সবটুকু দিয়ে চেষ্টা করব। আমার কাছে সম্মানের হবে এই সুযোগ।'


শাহরুখের এই কয়েকটা কথাই উস্কে দিয়েছে জল্পনা। তবে কী খুব তাড়াতাড়িই 'পাঠান'-এর সিক্যুয়াল আসছে? সেই নিয়ে অবশ্য ধোঁয়াশাই বজায় রেখেছেন অভিনেতা অভিনেত্রীরা।                                                                                                         


আরও পড়ুন: Pathaan Film: 'আমি সত্যিই অ্যাকশন হিরো হতে চেয়েছিলাম', বললেন শাহরুখ খান


অন্যদিকে আজ একাধিক প্রশ্নের মাঝে শাহরুখকে প্রশ্ন করা হয় যে অনেক দর্শকের মন ভাল করার ওষুধ কিং খান স্বয়ং, কিন্তু কখনও যদি তাঁর নিজের খুব মন খারাপ হয় তাহলে তিনি কী করেন? প্রশ্ন শুনে শাহরুখের অকপট জবাব, 'আমাকে চিরকাল বলা হয়েছে যখন মনখারাপ হবে তখন সেই সমস্ত মানুষের কাছে যেতে যারা অনেক ভালবাসা দেয়। আমারও সবসময় সমান দিন যায় না। কোনও কোনও দিন খুব খারাপ যায়, মন খারাপ হয়। তখন আমি বাড়ির ব্যালকনিতে চলে যাই। আমি খুবই সৌভাগ্যবান যে হাজার হাজার, লক্ষ, কোটি, মিলিয়ন, এমনকী বিলিয়ন মানুষ আমাকে ভালবাসেন। আমি তাই দুঃখ হলেও ব্যালকনি চলে যাই, আনন্দ হলেও ব্যালকনি যাই। আমার সৌভাগ্য যে ঈশ্বর আমাকে ব্যালকনির টিকিট দিয়েই রেখেছেন।' কিং খানের উত্তরে গোটা হল ফেটে পড়ে হাততালিতে। দর্শকের মধ্যে থেকে মুহুর্মুহু আওয়াজ শোনা যায়, 'উই লভ শাহরুখ', 'আই লভ ইউ শাহরুখ খান'। সকলকে করজোরে, নতমস্তকে ধন্যবাদ জানান কিং খান।