কলকাতা: সবসময়েই চর্চায় থাকেন তিনি। তবে এবার তিনি একা নন, ছেলেকে সঙ্গে করে দর্শকদের দরবারে বলিউডের কিং খান। শাহরুখ খান (Shah Rukh Khan)। মুক্তি পেল শাহরুখ পুত্রের পরিচালনায় নতুন সিরিজের ট্রেলার। অভিনেতা হিসেবে বলিউডে পা রেখেছিলেন আগেই, এবার পরিচালক হিসেবে বলিউডে পা রাখলেন আরিয়ান খান (Aryan Khan)। এদিন মঞ্চে যতটা নজর কাড়লেন শাহরুখ। ততটাই নজর কাড়লেন আরিয়ান। বাবার মতোই যেন সাবলীল তিনি। মনে করাচ্ছেন অল্প বয়সের শাহরুখকে।
এদিনের অনুষ্ঠানে, নিজের কেরিয়ারের একটি সিনেমা, 'জিরো' (Zero) নিয়ে কথা বলেন শাহরুখ। কিং খানের কেরিয়ারের অন্যতম বিগ বাজেট এই ছবি মুখ থুবড়ে পড়েছিল বক্সঅফিসে। শাহরুখ ছিলেন এই ছবির নায়ক। আর এই ছবির দুই নায়িকা ছিলেন অনুষ্কা শর্মা (Anushka Sharma) ও ক্যাটরিনা কইফ (Katrina Kaif)। তবে একেবারেই ব্যবসা করতে পারেনি এই সিনেমা। সেই সময়ে শাহরুখের একের পর এক সিনেমা ফ্লপ হচ্ছিল। 'জিরো' ছিল তার মধ্যে অন্যতম। এদিন অনুষ্ঠানে এসে শাহরুখ নিজের কেরিয়ারের 'জিরো' সিনেমাটা নিয়েও মস্করা করেন। ২০১৮ সালে মুক্তি পেয়েছিল 'জিরো'। শাহরুখ একটি বামনের চরিত্রে অভিনয় করেছেন।
আরিয়ানের ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে শাহরুখ 'জিরো' নিয়েও কথা বলেন। মনীশ চৌধুরীর সঙ্গে কথা বলছিলেন তিনি। মণীশ যখন বলেন যে তিনি 'জিরো' বানাবেন, কখন শাহরুখ বলেন, 'প্রযোজক... একটা কথা বলি? স্যার আপনি যা খুশি বানাবেন.. বাঁদর বানাবেন, গাধা বানাবেন, মামু বানাবেন... কিন্তু ভগবানের নাম করে বলছি.. আমার মতো 'জিরো' বানাবেন না। শাহরুখ খানের এই ক্লিপিংটি ভাইরাল হয়েছে। শাহরুখ 'জিরো' সিনেমার পরে বেশ অনেকটা বিরতি নিয়েছিলেন। এরপরে 'পাঠান' সিনেমার হাত ধরে তিনি ফিরে আসেন। সেই ছবি প্রেক্ষাগৃহে ঝড় নিয়ে আসে। বিরাট সাফল্য পায় এই সিনেমা। আগামীতে শাহরুখ খানকে 'কিং' সিনেমায় দেখা যেতে চলেছে। এই সিনেমায় শাহরুখ কন্যা সুহানা খান (Suhana Khan)-কেও দেখা যাবে।
আরিয়ানের নতুন সিরিজটি প্রযোজনা করছেন, গৌরী খান। সেই কারণে এদিন ৩ জনেই উপস্থিত ছিলেন মঞ্চে। ৩ জনের পরণেই কালো পোশাক। শাহরুখ চিরকালই সুবক্তা, নিজের রসবোধের জন্য বিখ্যাত। আর আরিয়ান এদিন প্রথমবার মঞ্চে পা রেখেও যেন মনে করালেন সেই শাহরুখ খানকেই। এদিন আরিয়ান বলেন, 'আমি এই প্রথমবার আপনাদের সবার সামনে মঞ্চে আসছি। আমি ভীষণ নার্ভাস। ২ দিন আর ৩ রাত ধরে আমি বার বার এই বক্তৃতাটা অনুশীলন করে যাচ্ছি। আমি এতটাই নার্ভাস যে আমি টেলিপ্রম্পটারেও বক্তৃতাটা লিখিয়ে দিয়েছি। তারপরেও, যদি এখানকার বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায়, তাই আমি বক্তৃতাটা কাগজে লিখে নিয়ে এসেছি। সঙ্গে একটা চর্ট ও নিয়ে এসেছি। আর তারপরেও যদি আমার কিছু ভুল হয়, তাহলে বাবা রয়েছে তো!' এখানেই দেখা যায়, মঞ্চে পিছন ফিরে দাঁড়িয়ে রয়েছেন শাহরুখ খান। তাঁর পিঠে একটি কাগজে লেখা রয়েছে বক্তৃতাটা। দর্শকাসন উচ্ছ্বাসে ফেটে পড়ে এই মজার দৃশ্য দেখে।