কলকাতা: কাল ফের রাজ্যে আসার আগে পোস্ট প্রধানমন্ত্রীর। কাল কলকাতায় বিজেপির মিছিলে অংশ নেব, পোস্ট প্রধানমন্ত্রীর। তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ বাড়ছে মানুষের, পোস্ট নরেন্দ্র মোদির। বাংলার উন্নতির জন্য বিজেপির ওপরেই ভরসা করছেন মানুষ, পোস্ট প্রধানমন্ত্রীর। প্রশাসনিক সভা, রাজনৈতিক সভা, মেট্রো লাইনের উদ্বোধন, শুক্রবার বঙ্গ সফরে ঠাসা কর্মসূচি নরেন্দ্র মোদির।
গত সাড়ে ৩ মাসে এই নিয়ে তৃতীয়বার বাংলায় আসছেন প্রধানমন্ত্রী। প্রথমে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, তারপর শিল্পাঞ্চল দুর্গাপুরের পর এবার উত্তর ২৪ পরগনার দমদমে জনসভা করবেন নরেন্দ্র মোদি। পরিযায়ী ইস্যুর পাশাপাশি বঙ্গ-রাজনীতি সরগরম প্রধানমন্ত্রীর সফর ঘিরে।
বঙ্গ সফরে আসার আগে নরেন্দ্র মোদি লেখেন, 'আমি কলকাতায় বঙ্গ বিজেপি নেতৃত্বের সঙ্গে সমাবেশে যোগ দিতে আগ্রহী। তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে দিনে দিনে জনরোষ বাড়ছে। উন্নয়নের জন্য পশ্চিমবঙ্গের মানুষ অনেক আশা নিয়ে বিজেপির দিকে তাকিয়ে রয়েছে।'
পুজোর ঠিক আগে শহর জুড়ছে নতুন ৩ মেট্রো লাইনে। শুক্রবার, মেট্রোর এই তিনটি সম্প্রসারিত লাইনের উদ্বোধন করবেন নরেন্দ্র মোদি। এর আগে এক্স হ্যান্ডেলে পোস্ট নরেন্দ্র মোদির। প্রধানমন্ত্রী লেখেন, 'কাল বিহার ও পশ্চিমবঙ্গের বিভিন্ন অনুষ্ঠানে যোগদান করব। এই দুই রাজ্যের উন্নয়নের গতিপথ ঠিক করতে বিভিন্ন অনুষ্ঠানে যোগদান করব। বাণিজ্য-সংযোগের উন্নতি এবং মানুষের জীবনযাপন আরও সহজ হবে।
প্রধানমন্ত্রী এও লেখেন, 'কলকাতার মানুষের মধ্যে থাকতে পারা সবসময়ই আনন্দের। এই শহরের উন্নয়নের জন্য আমরা অত্যন্ত প্রতিশ্রুতিবদ্ধ। যোগাযোগ ব্যবস্থার উন্নয়নেই কাল প্রকল্পের উদ্বোধন। যে মেট্রো পরিষেবাগুলির উদ্বোধন করা হবে তার মধ্যে রয়েছে নোয়াপাড়া-জয় হিন্দ বিমানবন্দর। শিয়ালদহ-এসপ্ল্যানেড এবং বেলেঘাটা-হেমন্ত মুখোপাধ্যায় রুট। বিমানবন্দরের সঙ্গে ও আইটি হাব অঞ্চলগুলিতে যোগাযোগ উন্নত করা হবে'।