কলকাতা: পর্দার অভিনয় জগতে এবার পা রাখছেন শাহরুখ-কন্যা সুহানা খান (Suhana Khan)। তবে বড়পর্দায় নয়, ওয়েব সিরিজে। নেটফ্লিক্সে মুক্তি পাচ্ছে ‘দ্য আর্চিজ়’ (The Archies) । আজ, নির্মাতাদের পক্ষ থেকে শেয়ার করে নেওয়া হয়েছে এই মিউজি়ক্যাল ফিল্মের পোস্টার। কেবল সুহানা নয়, এই মিউজি়ক্যাল ফিল্মের হাত ধরে অভিনয় জগতে অভিষেক হচ্ছে আরও দুই তারকা সন্তানের (Star Kid)। একজন শ্রীদেবী (Sridevi) ও বনি কপূরের (Bonny Kapoor)-এর কন্যা খুুশি কপূর (Khushi Kapoor) অপরজন, অমিতাভ বচ্চনের (Amitabh Bacchan)-এর নাতি অগস্ত্য নন্দ (Agastya Nanda)। 


সোশ্যাল মিডিয়ায় এই পোস্টার শেয়ার করে নিয়েছেন শাহরুখ খান (Shah Rukh Khan) স্বয়ং। গোটা দলকে শুভেচ্ছা জানিয়েছেন তিনি। শাহরুখ এই পোস্টার শেয়ার করে লিখেছেন, 'আমার মনে আছে, যখন আমার বয়স অল্প ছিল, (কয়েক মিলিয়ন বছর আগে) এই আর্চির বইগুলো পড়ার জন্য অগ্রিম বুকিং করতাম। সবটাই নস্ট্যালজিয়া। এই ছবিটাকে অনেক অনেক শুভেচ্ছা, গোটা টিমকে বেস্ট অফ লাক।'


এর উত্তরে সুহানা লেখেন, 'তোমায় ভালবাসি বাবা।' শাহরুখের এই পোস্টে স্টারকিডকে শুভেচ্ছা জানিয়েছেন অন্যান্য তারকারাও। একজন নয়, এই সিরিজে ৩ তারকা অভিনয় জগতে পা রাখছে বলেই দর্শকদের নজরে রয়েছে এই সিরিজ। প্রত্যাশাও বাড়ছে এই সিরিজকে নিয়ে। অনেকেই অপেক্ষায় অন্তত ট্রেলার দেখার।                                                                                                 


এই সিরিজে সুহানার নাম হয়েছে ভিরোনিকা। বিট্টির চরিত্রে দেখা যাবে খুশি কপূরকে। টাইগার বেবি ফিল্মসের প্রযোজনায় প্রকাশিত হবে এই সিরিজ। এখনও প্রকাশ্যে আসেনি মুক্তির দিন।


 






আরও পড়ুন: Food Tips: পাতে কোন পেয়ারা? কাঁচা না কি পাকা? কোনটায় বেশি উপকার?


আরও পড়ুন: Healthy Food: সুস্থ শরীরে আয়ু বৃদ্ধি করতে চান? পাতে রাখুন এই খাবার