কলকাতা: শাহরুখ খান (Shah Rukh Khan) চিরকালই পরিচিত তাঁর সোজাসাপ্টা উত্তরের জন্য। সদ্যই নরম পানীয় নিয়ে শাহরুখের একটি মন্তব্য ভাইরাল হয়েছে। ২০০৬ সালে একটি সাক্ষাৎকারে এই কথা বলেছিলেন শাহরুখ। সেই সময়ে, তিনি নরম পানীয়র বিজ্ঞাপন করার জন্য বিতর্কে জড়িয়েছিলেন। আর সেই বিষয়েই একেবারে সোজাসাপ্টা উত্তর দেন শাহরুখ। তাঁর কথায়, সরকার যদি নরম পানীয় থেকে আয় করা বন্ধ না করে, তাহলে তিনি কেন বন্ধ করতে যাবেন? তিনি একজন অভিনেতা আর বিজ্ঞাপন করাটা তাঁর কাজের মধ্যে পড়ে। 


ঠিক কী ঘটেছিল? শাহরুখ খান একাধিক নরম পানীয়র বিজ্ঞাপন করেন। সেই সময়ে শাহরুখ একটি বিতর্কে জড়িয়েছিলেন যে শাহরুখকে অনেকেই আদর্শ হিসেবে মনে করেন। সেই আদর্শ যদি নরম পানীয়ের মতো ক্ষতিকারক পদার্থের বিজ্ঞাপন করেন, তা ক্ষতিকারক একটি গোটা প্রজন্মের কাছে। সেই কারণে অনেকেই শাহরুখকে উপদেশ দিয়েছিলেন এই বিজ্ঞাপন না করার। কিন্তু এই বিতর্কে শাহরুখ বলেছিলেন, 'আমি যাঁরা নরম পানীয় তৈরি করেন, কাছে আপিল করতে চাইব। সরকারকে বলতে চাইব, দেশে নরম পানীয়র বিক্রি বন্ধ হোক। যদি আপনারা মনে করেন নরম পানীয় শিশুদের জন্য ক্ষতিকারক, তাহলে তার বিক্রি বন্ধ হোক। যেমন, যদি বলেন সিগারেট খাওয়া স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, তাহলে সিগারেট তৈরি করা বন্ধ করুন। ভারতে তাহলে সিগারেট বা নরম পানীয়ের মতো সমস্ত জিনিস বিক্রি বন্ধ করা হোক। একটা জিনিস নিয়ে স্বচ্ছতা তৈরি করা যাক। স্পষ্ট হওয়া যাক। সরকার থেকে সিগারেট বা নরম পানীয়ের মতো জিনিসগুলো কখনোই বন্ধ করবে না কারণ সরকার এর থেকে লাভ করে। যদি আপনারা মনে করে থাকেন, কোনও জিনিসের বিজ্ঞাপন করা আমার উচিত নয়, কারণ সেগুলি ক্ষতিকারক, তাহলে সরকারকে বলুন সেই সমস্ত জিনিসের বিক্রি বন্ধ করতে। আমি একজন অভিনেতা। আমার কাজ বিজ্ঞাপন থেকে রোজগার করা। যদি কোনও জিনিসকে খারাপ বলে মনে হয়, তার উৎপাদন বন্ধ করতে হবে। বিজ্ঞাপন নয়।' 


শাহরুখের পুরনো এই সাক্ষাৎকার সদ্যই ভাইরাল হয়েছে। তবে শাহরুখের এই যুক্তি নিয়ে দ্বিমত রয়েছে। অনেকেই মনে করেন শাহরুখের এই বিজ্ঞাপন করা উচিত নয়, আবার অনেকেই মনে করেন শাহরুখের এই যুক্তি অকাট্য।


আরও পড়ুন: Ram Gopal Varma on Janhvi Kapoor: 'শ্রীদেবীর মতো একেবারেই নন..', কখনও জাহ্নবীর সঙ্গে কাজ করতে চান না রামগোপাল বর্মা!