মুম্বই: সম্প্রতি বেশ কয়েকজন স্টার কিড বলিউডে পা রেখেছেন। আগামী দিনের আরও কয়েকজন তারকা-সন্তানকে রূপোলি পর্দায় দেখা যাবে। গত বছর থেকেই জল্পনা চলছে যে, শাহরুখ খানের মেয়ে সুহানা খান অভিনয় জগতকেই তাঁর কেরিয়ার হিসেবে বেছে নেবেন। কিন্তু কিং খানের ছেলে আরিয়ানের কেরিয়ার পরিকল্পনা সম্পর্কে এখনও পর্যন্ত তেমন কিছু প্রকাশ্যে আসেনি। এবার খোদ শাহরুখই এ ব্যাপারে জানালেন। সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুসারে শাহরুখ বলেছেন, আরিয়ানের অভিনয় নিয়ে আগ্রহ নেই, বরং পরিচালনার জগতে কাজ করতে আগ্রহী।
শাহরুখ বলেছেন, গত চার বছর আরয়ান চিত্রনাট্য ও পরিচালনা সংক্রান্ত বিভিন্ন বিষয় শিখছেন। শাহরুখ জানিয়েছেন, আরিয়ান ইউনিভার্সিটি অফ সাউদার্ন ক্যালিফোর্নিয়া-য় চলচ্চিত্র পরিচালক হওয়ার জন্য পড়াশোনা করছেন।
এর আগে শাহরুখ জানিয়েছিলেন যে, তাঁর মেয়ে সুহানা অভিনয় করতে আগ্রহী। এ ব্যাপারে তিনি চার বছরের কোর্সও করেছেন।
গত বছর একটি ভিডিও সামনে এসেছিল। ওই ভিডিওতে সুহানাকে মঞ্চে অভিনয় করতে দেখা গিয়েছিল।
অভিনয়ে আগ্রহ নেই ছেলে আরিয়ানের, জানালেন শাহরুখ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
17 Jan 2019 02:15 PM (IST)
NEXT
PREV
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -