কলকাতা: ইতিমধ্য়েই মুক্তি পেয়েছে শাহরুখ খানের বহুল চর্চিত ছবি 'জওয়ান' (Jawan)। তবে কিং খান যে কোনও সময়ই খবরের শিরোনামে থাকতে অভ্য়স্ত। তাঁর অনুরাগী ছড়িয়ে রয়েছে গোটা বিশ্বজুড়ে। তবে ইন্ডাস্ট্রিতে প্রতিদ্বন্দ্বী থাকলেও তাঁর বন্ধুর সংখ্য়াও নেহাত কম নয়। এই তালিকায় আছেন কাজল, রানি মুখোপাধ্য়ায়, জুহি চাওলার মত অভিনেত্রীরা। তবে সম্প্রতি নিজের 'বেস্ট ফ্রেন্ড' বলে বলিউড বাদশা (Shah Rukh Khan) নাম করলেন অন্য় এক অভিনেত্রীর। এখানেই শেষ নয়, তিনি জানালেন এই অভিনেত্রীই তাঁকে হাতে ধরে অভিনয় শিখিয়েছিলেন।


কথা বলছি অভিনেত্রী দিব্য়া শেঠের। ১৯৮৮ সালে শাহরুখের সঙ্গে নাটক 'দিল দরিয়া'তে অভিনয় করেছিলেন তিনি। নিজের ট্য়ুইটার অ্য়াকউন্টে দিব্য়ার সঙ্গে একটি ছবি পোস্ট করে বলিউউ বাদশা লেখেন, "আমার সবচেয়ে ভাল বন্ধু দিব্যা, যিনি আমাকে অভিনয় শিখিয়েছিলেন।"




থিয়েটার করার সময় শাহরুখ খান এবং দিব্যা শেঠের মেন্টর ছিলেন ব্যারি জন। শাহরুখ মাঝে মধ্য়েই  বিভিন্ন সাক্ষাৎকারে তাঁর কথা উল্লেখ করে থাকেন।


আরও পড়ুন...


‘জাতীয় সম্পদ’ ঘোষণা করা হোক শাহরুখকে, দাবি জানালেন ‘জওয়ান জ্বরে’ কাবু শিল্পপতি


শাহরুখ খানের প্রিয় বন্ধু দিব্যা শেঠকে দর্শক দেখেছে টেলিভিশন, সিনেমা ও বিভিন্ন ঘরানার ওয়েব সিরিজে অভিনয় করতে। তাঁর সম্পর্কে জানা যায় যে, তিনি দিল্লির কনভেন্ট অফ জেসাস অ্যান্ড মেরি থেকে তাঁর মাধ্য়মিক শিক্ষা শেষ করেন ও পরে নিউ দিল্লির সেন্ট স্টিফেন কলেজ থেকে ইংরেজি সাহিত্যে স্নাতক হন।


দিব্যা শেঠ তাঁর যাত্রা শুরু করেছিলেন টিভি সিরিয়াল 'হাম লগ'-এর হাত ধরে। এই ধারাবাহিকে তাঁর চরিত্রের নাম ছিল মাঝলি। এই শো দর্শর্কের ভূয়সী প্রশংসা লাভ করেছিল। অভিনেত্রীর বিখ্যাত নাটকের মধ্যে রয়েছে অধিকার (১৯৮৮), দারার (১৯৯৪), এবং স্পর্শ (১৯৯৯)। যার পরে তিনি অভিনয় থেকে ৫ বছরের বিরতি নিয়েছিলেন।


উল্লেখ্য় দিব্যা শেঠ 'ইংলিশ ভিংলিশ','দিল ধড়কনে দো', 'জব উই মেট', 'সর্দার কা নাতি',-এর মতো জনপ্রিয় একধিক ছবিতে অভিনয় করেছেন। শুধু তাই নয়, তিনি 'সিটি অফ ড্রিমস', 'দুরঙ্গা', 'দ্য ম্যারেড ওম্যান','স্যান্ডউইচড ফরএভার'-এর মতো বিভিন্ন ওয়েব সিরিজেও অভিনয় করেছেন। খুব শীঘ্রই দিব্যা শেঠকে পাভলি শিবরাম আঙ্গে পরিচালিত 'জঙ্গল অফ লাভ' নামক সিরিজে অভিনয় করতে দেখা যাবে।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial