মুম্বই: শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের (Saratchandra Chattopadhyay) কালজয়ী উপন্যাস 'দেবদাস' (Devdas) থেকে এ যাবৎ তিন দেশে মোট ২০টি ছবি তৈরি হয়েছে ৭টি ভিন্ন ভাষায়। নাম ভূমিকায় একের পর এক তাবড় অভিনেতাকে দেখা গেছে। সেই তালিকায় কে নেই। কেএল সেইগল, দিলীপ কুমার থেকে সৌমিত্র চট্টোপাধ্যায়। বিভিন্ন সময়ে তৈরি একই উপন্যাসের নতুন নতুন সংস্করণ, সমসাময়িক সমাজ দ্বারা ভীষণভাবে প্রভাবিত। এই সমস্ত 'দেবদাস'-এর মধ্যে অন্যতম জনপ্রিয়তা লাভ করে সঞ্জয় লীলা বনশালী (Sanjay Leela Bhansali) পরিচালিত শাহরুখ খানের (Shah Rukh Khan) দেবদাস। আজ সেই ছবি দেখতে দেখতে ২০ বছর (20 Years of 'Devdas') পূরণ করে ফেলল। 


'দেবদাস' ছবির দুই দশক পার


১৯১৭ সালে প্রকাশিত উপন্যাসের ওপর ভিত্তি করে সঞ্জয় লীলা বনশালী নিয়ে এলেন শাহরুখ-ঐশ্বর্য-মাধুরীর 'দেবদাস'। ২০০২ সালের ১২ জুলাই মুক্তি পায় এই ছবি। ঝড় ওঠে সিনে দুনিয়ায়। প্রেম-গর্ব-বিরহের মিশেল এক অন্য মাত্রা পায়। প্রসঙ্গত, এটি 'দেবদাস' উপন্যাস থেকে প্রথম হিন্দিতে তৈরি হওয়া সংস্করণ।


ছবিতে দেবদাসের ভূমিকায় শাহরুখ খানকে দেখা যায়। তাঁর প্রেমিকা পার্বতীর চরিত্রে ঐশ্বর্য রাই (Aishwarya Rai) ও চন্দ্রমুখীর চরিত্রে মাধুরী দীক্ষিতকে (Madhuri Dixit) দেখা যায়। তিন জনের পর্দায় রসায়ন একেবারে নিখুঁত ছিল। সেই সময়েই অন্যতম ব্লকবাস্টার হয় এই ছবি এবং পাঁচটা জাতীয় পুরস্কার জেতে।


ফের একবার শিরোনামে 'দেবদাস'। ২০ বছর পূর্তি এই ছবির। সোশ্যাল মিডিয়ায় অনুরাগীদের উচ্ছ্বাস নজরে পড়ার মতো। প্রশংসায় ভরিয়েছেন তাঁরা সঞ্জয় লীলা বনশালীর এই 'মাস্টারপিস'কে। 


 











ছবিতে একাধিক পার্শ্ব চরিত্রের মধ্য়ে মনে দাগ কেটেছিলেন জ্যাকি শ্রফ। ছবিতে সকলের নিখুঁত অভিনয়ের পাশাপাশি গান, দুর্ধর্ষ সেট, সাজ-পোশাক, নাচ ছিল মনে রাখার মতো।


আরও পড়ুন: 'Bhotbhoti' Update: 'ভটভটি'র হাত ধরে 'হিংসার মধ্যেও জন্ম নেবে রূপকথা', আসছে তথাগত মুখোপাধ্যায়ের ছবি


২০২২ সালের ১২ জুলাই দাঁড়িয়ে বলা যায়, সম্প্রতি বেশ কিছুদিন শাহরুখ খানের কোনও ছবি তেমন মুক্তি পায়নি। শেষ ছবি 'জিরো'ও বেশ হতাশ করেছে দর্শকদের। কিন্তু সেই সঙ্গে ২০২৩ সালে তাঁর পরপর তিনটি ছবি মুক্তির অপেক্ষায়। সেই নিয়ে সোশ্যাল মিডিয়ায় উত্তেজনার মাঝে উদযাপিত হল 'দেবদাস'-এর ২০ বছরও।