কলকাতা: মুক্তির অপেক্ষায় 'ভটভটি' (Bhotbhoti)। অভিনেতা তথাগত মুখোপাধ্যায়ের (Tathagata Mukherjee) পরিচালনায় তৈরি এই ছবি বলবে এক অন্য ধারার গল্প। যেখানে একই সঙ্গে স্থান পাবে ভালবাসা ও ঘৃণা। পোস্টার নজর কেড়েছিল প্রথমেই। এবার মুক্তি পেয়েছে ছবির মোশন পোস্টার (Motion Poster)। প্রকাশ্যে এসেছে 'ভটভটি'র প্রথম গানও। 'জলপরীর গান'ও (Jolparir Gaan) সাড়া ফেলেছে শ্রোতাদের মধ্য়ে। সুর-কণ্ঠ-ছবির দুর্দান্ত মিশেলে মন ছুঁয়েছে পর্দায় ঋষভ ও বিবৃতির সম্পর্কের উত্থান।


'ভটভটি' প্রসঙ্গে পরিচালকের মন্তব্য


বহু প্রতীক্ষার পর অবশেষে মুক্তি পেতে চলেছে অভিনেতা-পরিচালক তথাগত মুখোপাধ্য়ায়ের 'ভটভটি'। ছবি নিয়ে কী বলছেন পরিচালক? মুক্তি পেয়েছে মোশন পোস্টার। যার শুরুতেই দেখা যাচ্ছে দুটো বন্দুক ডুবছে। এরপর দেখা যায় জলের তলায় ছবির নায়ক নায়িকাকে ঘিরে রয়েছে অসংখ্য জেলিফিস। ছবির মোশন পোস্টার প্রসঙ্গে তথাগত বলেন, 'আমাদের মোশন পোস্টার বোঝায় হিংসার মৃত্যু, এবং ভালবাসা ফুটছে ফুল হয়ে জলের তলায়। আধুনিক রূপকথা হলেও রূপকথা মানেই তো তাতে রূপক থাকবে। আর সেটাই আমাদের মোশন পোস্টারে ধরার চেষ্টা করা হয়েছে। এই রূপকই সিনেমার গোটা গল্পকে তুলে ধরে। যেখানে বন্দুক ডুববে ও আমাদের মূল চরিত্র ভটভটি-এরিয়েল তারা ক্রমশ একে অপরের সহায় হয়ে ওপরে উঠবে। এখানে আরও একটি রূপক ব্যবহৃত হয়েছে। যা হয়তো চট করে চোখে পড়বে না। যে জেলিফিসগুলিকে ব্যবহার করা হয়েছে তা দেখতে সুন্দর হলেও যথেষ্ট বিষাক্ত। তারা ঘিরে আছে নায়ক-নায়িকাকে। এভাবেই কোথাও হিংসার মধ্যে, কোথাও ঘৃণার মধ্যে জন্ম নিচ্ছে রূপকথা।'


 



এদিন মুক্তি পেয়েছে ছবির প্রথম গান। 'জলপরীর গান' নিয়ে পরিচালকের মত, 'গানটির প্রথম লাইন, 'রূপকথার পথচলার নেই কোথায় শেষ জানা।' এই গানের মূল ভাব এই বাক্যে রয়েছে। মূলত একটি ট্রাভেল সং এটি। এই গানে ছবির মূল দুই চরিত্রের একটা সফর লেন্সবন্দি করা হয়েছে। সেই সঙ্গে তাঁদের হাবভাব আচরণে চরিত্রদুটির বৈশিষ্ট্যও প্রকাশ পাচ্ছে। এই গানে শুধু দুই মানুষের রোম্যান্স নয়, প্রকৃতির মধ্যে মানুষের অবস্থান দেখানোর চেষ্টা হয়েছে। মরুভূমিতে দুটো ফুল ফুটলে যেমন হয়, তেমনই আমার ইচ্ছে ছিল যে অক্টোবরের প্রখর রোদে দৃশ্যগুলো শ্যুট করার। কিন্তু অদ্ভূতভাবে সেই বছর, ২০১৯ সালে ওই সময়ে বৃষ্টি নামে। তাতে পশ্চিমবঙ্গের গ্রামবাংলার অন্য সৌন্দর্য্য় ক্যামেরায় ধরতে পেরেছি। বর্ষাভেজা গ্রাম বাংলার পথে দুটো মানুষ তাঁদের পথ খুঁজে চলেছে ক্রমাগত, সেটাই এই গানের মূল উপজীব্য।'


আরও পড়ুন: Kolkata 96: রাহুলের প্রথম পরিচালনায় জুটি বাঁধছেন ঋত্বিক-সোহিনী



বর্ষাভেজা গান দিয়ে শুরু, আর এই বর্ষাতেই দর্শকের সামনে তার ডালপালা মেলে ধরবে 'ভটভটি'। ১১ অগাস্ট মুক্তি পাচ্ছে এই ছবি।