মুম্বই : কথায় বলে দর্শক সেই অর্থে নায়ক-নায়িকা দেখতেই সিনেমাহলে যান। আরও ভালো ভাবে বললে, নায়ক নায়িকার থেকে অভিনেতা-অভিনেত্রীদের দেখতে কিংবা স্টারদের দেখতেই দর্শকরা হলে যায়। যদিও কয়েকজন পরিচালক এমন ছবি বানান যে, শুধু অমুক পরিচালকের ছবি বলেই দর্শকরা ছবি দেখেন। সেখানে কে অভিনয় করল, তাতে দর্শকের কিছু যায় আসে না। এমনই ঘরানার পরিচালক রাজকুমার হিরানি। তাঁর 'মুন্নাভাই এমবিবিএস'ই বলুন কিংবা 'পিকে'। রাজকুমার হিরানীর ছবি মানেই মানুষের ভাললাগার এবং তা বক্স অফিসেও হিট। পরিচালকেরই এমন জনপ্রিয়তা। তা সেই পরিচালকের ছবিতে যদি অভিনয় করেন বলিউডের কিং খান, তাহলে তো বিষয়টা দাঁড়ায় সোনায় সোহাগা। সঞ্জয় দত্ত, আমির খানদের সঙ্গে কাজ করার পর এবং জুটি বেঁধেছেন রাজকুমার হিরানি এবং শাহরুখ খান। আর এই খবর জানার পরই দুজনের অনুরাগীরা রয়েছেন চরম উত্তেজনায়। কবে, মুক্তি পাবে তাঁদের ছবি। 


আরও পড়ুন - Amitabh in Mr. Natwarlal: কাশ্মীরে 'মিস্টার নটবরলাল' ছবির শুটিংয়ের ফাঁকে ক্রিকেটে মেতে বিগ বি, পোস্ট করলেন সেই ছবি


শাহরুখ খানকে পর্দায় শেষবার দেখা গিয়েছিল 'জিরো' ছবিতে। কিন্তু, অনুষ্কা শর্মা এবং ক্যাটরিনা কাইফের সঙ্গে সেই ছবি বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে। শাহরুখ খানের কেরিয়ারেরও যেন একটা বৃত্ত সম্পূর্ণ হয়। ফের যেন শূন্য থেকেই শুরু করতে হচ্ছে কিং খানকে। বলিউডের বাদশার কোন ছবি মুক্তি পাবে, তা ঠিক না হলেও একাধিক ছবিতে কাজ করে চলেছেন তিনি। এরমধ্যে কাজ চলছে রাজকুমার হিরানির সঙ্গে ছবিটিরও। এই ছবিটি লিখেছেন রাজকুমার হিরানি স্বয়ং এবং কণিকা ধিঁলো ও অভিজাত যোশী। রাজকুমার হিরানি জানিয়েছেন, এই ছবিতে হাসি আর বিনোদনের কোনও অভাব থাকবে না। দর্শক অন্তত বিনোদনের কোনও অভাব পাবেন না। 


আরও পড়ুন - Khatron Ke Khiladi 11: কে জিতলেন 'খতরো কে খিলাড়ি'র ট্রফি? মৌনী রায়ের পোস্টে ফাঁস বিজয়ীর নাম


জানা যাচ্ছে গত একটা বছর ধরে লকডাউনের সময় ছবির চিত্রনাট্য লেখা হয়ে গিয়েছে। এবং শুটিং শুরু হওয়া অপেক্ষামাত্র। অন্যদিকে বলিউডের বাদশা শাহরুখ খান এখন ব্যস্ত রয়েছেন তাঁর 'পাঠান' ছবির শুটিংয়ে। এই ছবিতে কিং খানের সঙ্গে অভিনয় করতে দেখা যাবে জন আব্রাহাম এবং দীপিকা পাড়ুকোনকে। এই ছবির একটি গানের শুটিংয়ে সম্প্রতি শাহরুখ খান এবং দীপিকা পাড়ুকোন স্পেনও ঘুরে এসেছেন। দক্ষিণের পরিচালক আটলির ছবিতেও দেখা যাবে শাহরুখ খানকে। এই ছবির শুটিংও তিনি করছেন পুনেতে। এই ছবিতে তাঁর সঙ্গে দেখা যাবে দক্ষিণের জনপ্রিয় অভিনেত্রী নয়নতারাকে।