কলকাতা: যখন তাঁর মুখ থেকে একটা শব্দ শোনার জন্য মুখিয়ে ছিল গোটা দেশ, যখন তাঁকে দাগিয়ে দেওয়া হচ্ছিল একের পর এক অভিযোগে, তখন চুপ ছিলেন তিনি। চুপ। কেবল ছেলের সঙ্গে দেখা করে জেল থেকে বেরিয়ে, মিডিয়ার ফ্ল্যাশের সামনে হাত জোড় করেছিলেন তিনি। তারপরে উঠে গিয়েছিলেন গাড়িতে। মায়ানগরী তাঁকে 'বাদশা' বলে। পৃথিবী জুড়ে তাঁর অনুরাগী। কিন্তু ছেলে যখন জেলে, তখন তাঁর মনের ভিতরের তোলপাড় কাউকে জানতে দেননি তিনি। শাহরুখ খান (Shah Rukh Khan) নয়, তিনি তখন শুধুই এক বাবা।
বছর দুয়েক আগে, মুম্বইতে একটি প্রমোদতরণী থেকে গ্রেফতার হয়েছিলেন শাহরুখ পুত্র আরিয়ান খান (Aryan Khan)। তাঁকে গ্রেফতার করার যিনি মূল হোতা ছিলেন, তিনি হলেন এনসিবি-র প্রাক্তন আধিকারিক সমীর ওয়াংখেড়ে। তথ্যপ্রমাণের অভাবে, ২২ দিন জেলে কাটানোর পরে ছাড়া পান আরিয়ান। তার পরে সমীরের বিরুদ্ধে একাধিক অভিযোগও উঠেছে। আর এবার মুম্বইয়ের একটি সংবাদসংস্থা প্রকাশ্যে এনেছেন শাহরুখ ও সমীরের হোয়াটসঅ্যাপ চ্যাট।
শাহরুখের কোনও মেসেজই খুলে দেখেননি সমীর। কিং খানের প্রত্যেকটা মেসেজেই ঝরে পড়ছে আকুতি। শাহরুখ লিখছেন, সমীর সাব, আমি কী আপনার সঙ্গে এক মিনিট কথা বলতে পারি? আমি জানি এটা হয়তো আইনসম্মত নয়, অফিসিয়ালি অনুচিতও। কিন্তু আমি তো একজন বাবা। আপনার সঙ্গে দয়া করে একটু কথা বলতে পারি প্লিজ?'
এখানেই শেষ নয়, একদিন মাঝরাতে মেসেজ করে শাহরুখ লিখেছিলেন, 'এত রাতে আপনাকে মেসেজ করার জন্য প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি। তবে একবার আপনি আমার অবস্থাটা বুঝুন। আমিও তো বাবা। আমি দয়া ভিক্ষা করছি আপনার কাছে।'
শাহরুখ অপর একদিন লিখেছিলেন, 'এই ঘটনা আরিয়ানের কাছে একটা বড় শিক্ষা। কথা দিচ্ছি, জেল থেকে বেরনোর পরে ও অন্য মানুষ হবে। আমি, আপনি, সবাই ওর জন্য গর্ব করব একদিন। নতুন প্রজন্মের পাশে থাকুন দয়া করে। আরিয়ানকে আর একটা সুযোগ দিন। ওকে বাড়ি ফিরতে দিন। আরিয়ান ভেঙে পড়ছে।'
বার বার বার্তা গিয়েছে সমীরের কাছে। তবে বৃথা হয়েছিল শাহরুখের যাবতীয় আকুতি। সে সময়ে সেই সমস্ত মেসেজ খুলেও দেখেননি সমীর। তবে আরিয়ান জেল থেকে ছাড়া পেয়েছিলেন প্রমাণের অভাবেই। চার্জশীট পেশ করে জানানো হয়েছিল, তাঁর বিরুদ্ধে মাদক নেওয়ার কোনও প্রমাণ পাওয়া যায়নি।
আরও পড়ুন: Sleep vs Work Performance: রাতভর ঘুম হয়নি! সকালে কাজে মন কীভাবে? রইল সহজ টিপস
আরও পড়ুন: Mango: অনলাইনে ২৫ কোটির আম অর্ডার করলেন ভারতীয়রা! সবচেয়ে বেশি বিকোল আলফানসো