কলকাতা: 'পঞ্চায়েত' (Panchayat)। এই সিরিজের প্রশংসা দর্শকদের মুখে মুখে। জিতেন্দ্র কুমার (Jitendra Kumar) অভিনীত এই ওয়েব সিরিজের সারল্য জিতে নিয়েছে প্রচুর দর্শকদের মন। কিন্তু বর্তমানে যাঁকে 'পাঠান' (Pathaan)-এ দেখে মুগ্ধ হচ্ছেন দর্শক, তিনি যদি এমন একটা চরিত্রে অভিনয় করতেন? সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, পুরনো ছবি 'উমিদ' (Umeed)-এর একটি ক্লিপিংস। সেই ছবিতে অভিনয় করেছিলেন শাহরুখ খান (Shah Rukh Khan)। তখনও খ্যাতির শিখর ছুঁতে পারেননি তিনি। সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল হয় সেই ক্লিপিংস। আর সেটা দেখে, দর্শকদের মনে পড়ল 'পঞ্চায়েত'-এর কথা!


এই ছবিতে একজন ব্যাঙ্ক ম্যানেজারের ভূমিকায় অভিনয় করেছিলেন শাহরুখ। কেরিয়ারের একেবারে শুরুতে স্ট্রাগল করছে সেই ম্যানেজার। হঠাৎ একটি গ্রামীণ শাখায় বদলি করে দেওয়া হয় তাকে। সেখানে গিয়ে শুরু করে নিজেকে মানিয়ে নেওয়ার লড়াই। কার্যত পোড়ো একটা বাড়িতে ২ টো টেবিল, সেটাই নাকি ব্যাঙ্ক। একটু পর্দার আড়াল করে, সেখানেই খাটিয়া পেতে শোবার জায়গা। একটা ঘরের মধ্যেই রান্নার জায়গা একদিকে। শহুরে ছেলে রীতিমতো ধাক্কা খায় সেই ব্যাঙ্ক দেখে। ব্যাঙ্কের মধ্যেই থাকা, সেখানেই বসবাস আবার কাজকর্মও। ম্যানেজারের নেমপ্লেট, ডেস্ক খুঁজে কার্যত হাসির পাত্র হয় সে। শেষমেষ কী করে সেই পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেয় ব্যাঙ্ক ম্যানেজার, সেই গল্পই তুলে ধরা হয়েছে 'উমিদ'-এ। 


ছিপছিপে চেহারা, চোখে বড় চশমা, শাহরুখকে এই ছবিতে দেখে যেন চেনাই যায় না। তবে তাঁর সাবলীল অভিনয়ই তাঁর জাত চিনিয়েছিল। ধীরে ধীরে, অভিনয়ে ভর করেই খ্যাতির শিখরে পৌঁছেছেন শাহরুখ। 'সার্কাস' (Circus) নামের প্রথম টেলিভিশন সিরিজের মধ্যে দিয়ে পর্দায় পা রাখেন শাহরুখ। ১৯৯২ সালে 'দিওয়ানা' (Diwana) ছবির হাত ধরে বড়পর্দায় পা রাখেন শাহরুখ।


আরও পড়ুন: Bhumika Chawla: 'বাজিরাও মস্তানি'-তে অভিনয় করার কথা ছিল, কেন সুযোগ হাতছাড়া হয়েছিল ভূমিকার?





আরও পড়ুন: Acidity After Workout: শরীরচর্চার পরেই অ্যাসিডিটি হচ্ছে? এই সমস্যা থেকে মুক্তি পাবেন কীভাবে?