Jawan: এই প্রথম কানায় কানার পূর্ণ সকাল ৬টার শো! মুক্তির আগেই রেকর্ড গড়ল 'জওয়ান'

Shah Rukh Khan: ৭ সেপ্টেম্বর বড়পর্দায় মুক্তি পাচ্ছে 'জওয়ান'।

Continues below advertisement

কলকাতা:  হিন্দি, তামিল এবং তেলেগু ভাষায়  ৭সেপ্টেম্বর বিশ্বব্য়াপী মুক্তি পাচ্ছে 'জওয়ান'। হাতে মাত্র কিছু সময় বাকি। তাই সিনেপ্রেমীদের উন্মাদনার পারদ ক্রমশ চড়ছে। আর এবার মুক্তির আগেই  রেকর্ড গড়ল শাহরুখ খান (Shah Rukh Khan) অভিনীত জওয়ান (Jawan)। জানা যাচ্ছে, এই ছবির তেলেগু-ডাব করা সংস্করণের সকাল ৬টার শো অগ্রিম বুকিং ইতিমধ্য়েই ৮০% পূর্ণ হয়ে গেছে।

Continues below advertisement

সূত্রের খবর অনুযায়ী, এই প্রথম কোনও হিন্দি ছবির জন্য দক্ষিণের বাজারে এত উন্মাদনা চোখে পড়ছে। ফলে দর্শক টানার ক্ষেত্রে 'জওয়ান'-ই প্রথম বলিউড ছবি যা রেকর্ড গড়ল।

আরও পড়ুন...

‘জওয়ান’ মুক্তির আগে তিরুপতি দর্শনে শাহরুখ-নয়নতারা, দেখা মিলল সুহানারও

প্রসঙ্গত, জানা যাচ্ছে ভারতের অন্য়ান্য় শহরের মত তামিলনাড়ুতেও সাড়া ফেলেছে 'জওয়ান'-এর অগ্রিম টিকিং বুকিং। দক্ষিণ ভারতে এই ছবি সাড়া ফেলবে বলে প্রথম থেকেই মনে করা হচ্ছিল। এর অন্য়তম কারণ হল, এই ছবিতে শাহরুখ খানের পাশাপাশি অভিনয় করেছিলেন একাধিক দক্ষিণী তারকা। যার মধ্য়ে অন্য়তম নয়নতারা,  বিজয় সেতুপতি ও আরও অনেকে। এছাড়াও এই ছবির পরিচালক অ্য়াটলিও দক্ষিণ ভারতীয়। 

সম্প্রতি চেন্নাইয়ের জিকে সিনেমাসের রুবান মাথিভানান বলেন, “ এই ছবির অগ্রিম বুকিং খুবই ভাল। এখানে তামিল ভাষার এই ছবি মুক্তি পাচ্ছে। ছবির বিষয় যদি দর্শকের ভাল লাগে তাহলে এই ছবির উড়ানকে থামানো অসম্ভব। এই ছবি আর একটি আরআরআর বা কেজিএফ হলেও অবাক হব না।"

তিনি আরও বলেন,'চেন্নাইয়ের ইভেন্টের পর এই ছবি নিয়ে দর্শকের উন্মাদনা আরও বেড়েছে। এই ছবির মুক্তি সপ্তাহেই কয়েকটি কম বাজেটের ছবি রিলিজ হচ্ছে, তাই এই ছবিকে টক্কর দেওয়ার মতও কিছু নেই।'

উল্লেখ্য়, সম্প্রতি ছবির সাফল্য় কামনায় তিরুপতির শ্রী ভেঙ্কটেশ্বর স্বামী মন্দিরে পৌঁছে গিয়েছিলেন শাহরুখ খান ও ছবির অভিনেত্রী নয়নতারা। সঙ্গে ছিলেন সুহানাও। নয়নতারার স্বামী চলচ্চিত্র নির্মাতা বিঘ্নেশ শিবানারও দেখা মিলল সেখানে।

ইতিমধ্য়েই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে শাহরুখ-নয়নতারা-সুহানার তিরুপতি মন্দিরে পুজো দেওয়ার এই ভিডিও। এদিন শাহরুখের পড়নে ছিল সাদা কুর্তা। অন্য়দিকে সাদা সালোয়ারে নিজেকে সাজিয়েছিলেন সুহানা ও নয়নতারাও। এদিন ভক্তদের উদ্দেশে হাত নাড়তেও দেখা গেল কিং খানকে।

 

 

 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

 

Continues below advertisement
Sponsored Links by Taboola