নয়াদিল্লি: গোটা দেশ ফুটছে 'জওয়ান' জ্বরে (Jawan Fever), যা ছড়িয়ে পড়েছে বিদেশেও। চলতি বছরে শাহরুখ খান (Shah Rukh Khan) অভিনীত দ্বিতীয় ছবি মুক্তির অপেক্ষায় ৭ সেপ্টেম্বর। হিসেব কষে আর ঠিক তিন সপ্তাহ বাকি। এরই মধ্যে শুরু হয়ে গেল ছবির অগ্রিম টিকিট বুকিং (Advance Ticket Booking)। অবশ্য এই দেশে নয়, কিং খানের (King Khan) অজস্র ফ্যানের জন্য বক্স অফিসের দরজা খুলল আরব আমিরশাহীতে (UAE)। সেখানেও ঝড় তুলেছেন কিং খান।
আরব আমিরশাহীতে শুরু হল 'জওয়ান' ছবির টিকিট বিক্রি
এখনও ২১ দিনের অপেক্ষা। ইতিমধ্যেই খুলে গেল দ্বার। 'জওয়ান' ছবির টিকিটের অগ্রিম বুকিং শুরু হল সংযুক্ত আরব আমিরশাহীতে। শাহরুখ খানের একটি ফ্যান অ্যাকাউন্ট থেকেই সেই খবর ভাগ করে নেওয়া হয়েছে। সেখানে উল্লেখ করা হয়েছে 'ভক্স', 'নোভো', 'রিল' ও 'রক্সি'র মতো সিনেমা হলের চেনগুলিতে বুকিং শুরু হয়ে গিয়েছে। ওই সিনেমা হলগুলির সোশ্যাল মিডিয়া হ্যান্ডল থেকেও টিকিট পাওয়া যাচ্ছে সেই খবর দেওয়া হয়েছে।
কেবল সংযুক্ত আরব আমিরশাহীই নয়, অপর একটি হ্যান্ডল থেকে জানানো হয়েছে যে অ্যাডভান্স বুকিং শুরু হয়েছে মার্কিন মুলুকেও। সেই হ্যান্ডলে দাবি করা হয়েছে যে মার্কিন যুক্তরাষ্ট্রে ইতিমধ্যেই ৪৭.৩ হাজার ডলারের টিকিট বিক্রি হয়েছে। এছাড়াও জার্মানি ও অস্ট্রেলিয়াতেও শুরু হয়েছে 'জওয়ান' ছবির টিকিটের অগ্রিম বুকিং।
প্রসঙ্গত, এখনও 'জওয়ান' ছবির ট্রেলার মুক্তি পায়নি। শুধুমাত্র একটি 'প্রিভিউ' প্রকাশ পেয়েছে যা ঝড় তুলেছে সর্বত্র। প্রথম দুটি গান 'জিন্দা বন্দা' ও 'চলেয়া' মুক্তি পেয়েছে, মানুষের মন জয় করেছে। 'চলেয়া' গানে প্রথমবার শাহরুখ খান ও নয়নতারাকে রোম্যান্স করতে দেখা গেছে। এই নতুন জুটিকে দর্শকও বেশ পছন্দ করেছে।
আরও পড়ুন: Don 3: 'ডন' নিয়ে সমালোচনা হজম করেছিলেন শাহরুখকেও, রণবীরকে নিয়ে কটাক্ষের জবাব ফারহানের
উল্লেখ্য, ২০২৩ সালে দীর্ঘ চার বছর পর বড়পর্দায় নায়কের ভূমিকায় ফিরেছেন কিং খান। ২৫ জানুয়ারি মুক্তি পেয়েছে 'পাঠান'। অনুরাগীদের শাহরুখ দর্শনের রেকর্ড ঝড় তুলেছিল বক্স অফিসে। বক্স অফিসে ছবিটি ইতিহাস গড়ে প্রথম দিনেই ৫৬ কোটি টাকার ব্যবসা করে। সবশেষে, গোটা দেশে মোট ৫৪৩.০৫ কোটি টাকা আয় করে এই ছবি। বিশ্বজুড়ে এই ছবি ১০০০ কোটির ওপর ব্যবসা করে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন