নয়াদিল্লি: শাহরুখ খান (Shah Rukh Khan), দীপিকা পাড়ুকোন (Deepika Padukone) ও জন আব্রাহাম (John Abraham) অভিনীত 'পাঠান' (Pathaan) মুক্তির পর কেটেছে মাত্র ১ সপ্তাহ (One Week)। এর মধ্যেই বক্স অফিসে ঝড় উঠেছে। ছবির ঊর্ধ্বগামী ব্যবসার গ্রাফ নিম্নমুখী হওয়ার কোনও লক্ষণই সেই অর্থে। ঐতিহাসিক ব্যবসার হাত ধরে একের পর এক রেকর্ড ভাঙছে এই ছবি। সাত দিনের শেষে বিশ্ব বাজারে (Worldwide Collection) এই ছবি মোট ৬৩৪ কোটি টাকা আয় করে ফেলেছে। 


রেকর্ড ভাঙা 'পাঠান'রাজ


প্রেক্ষাগৃহে এক সপ্তাহ পার। সপ্তম দিনে এসে ভারতীয় বক্স অফিসে ২৩ কোটি টাকার ব্যবসা করল সিদ্ধার্থ আনন্দের ছবি। এর মধ্যে হিন্দি সংস্করণের আয় ২২ কোটি, বাকি ভাষায় ১ কোটি। অর্থাৎ দেশের মাটিতে ছবির মোট আয় দাঁড়াল সাত দিনে ৩১৮.৫০ কোটি টাকা। উল্লেখ্য, এই ছবির ব্যবসা সপ্তম দিনে যা, অনেক ছবির ক্ষেত্রে তা প্রথম দিনেও হয় না। পরপর বললে, বুধবার এই ছবি ৫৫ কোটি টাকা আয় করেছে, এরপর বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার, রবিবার, সোমবার এই ছবি যথাক্রমে ৬৮ কোটি, ৩৮ কোটি, ৫১.৫০ কোটি, ৫৮.৫০ কোটি, ২৫.৫০ কোটি ও ২২ কোটি টাকার ব্যবসা করেছে। 


দেশের সঙ্গে বিদেশের মাটিতেও 'পাঠান'রাজ চলছে। সপ্তম দিনে এই ছবি বিশ্ববাজারে ১৫ কোটি টাকার ব্যবসা করেছে। 'পাঠান' ২৯.২৭ মিলিয়ন ডলার আয় করেছে যার ফলে মোট আয়ের পরিমাণ গিয়ে দাঁড়াচ্ছে ৬৩৪ কোটি টাকায়। ছবির আয় একের পর এক রেকর্ড ভেঙেছে। ভারতীয় ছবির ইতিহাসে প্রথম সপ্তাহে ছবির আয়ের নিরিখে শীর্ষে উঠল 'পাঠান'। 


 






আরও পড়ুন: Shah Rukh Khan: মুখ ঢাকা ব্যান্ডেজে, শাহরুখের 'জওয়ান' লুক ভাইরাল সোশ্যাল মিডিয়ায়


আপাতত পরবর্তী ছবির শ্যুটিংয়ে মন দিয়েছেন কিং খান। চলছে 'জওয়ান' (Jawan) ছবির শ্যুটিং। গোটা মুখে ব্যান্ডেজ সমতে পোস্টার প্রকাশ্যে এসেছিল আগেই। এবার সেই লুকেই শ্যুটিং সেট থেকে ভাইরাল হয়ে গেল অভিনেতার একটি ছবি। সেই ছবিতে দেখা যাচ্ছে শাহরুখ খানের গোটা মুখ ব্যান্ডেজে ঢাকা। চোখ খোলা, বেরিয়ে আছে চুলের লম্বা 'লকস'। 


ছবি ভাইরাল হতেই অনুরাগীদের কমেন্টের বন্যা। সকলেই উত্তেজিত। এক নেটিজেন মন্তব্য করেছেন, 'রাজা এখন থামবেন না। উনিই সেরা।' অপর একজন লিখেছেন, 'বাহ্... পাঠান এখন জওয়ান।' অ্যাটলির (Atlee) পরিচালনায় তৈরি হচ্ছে 'জওয়ান'। ছবিতে শাহরুখের সঙ্গে দেখা যাবে দক্ষিণের তারকা নয়নতারা (Nayanthara) ও বিজয় সেতুপতিকে (Vijay Sethupathi)। এই ছবিতেও অজস্র অ্যাকশন দৃশ্য থাকবে বলে জানা গেছে। ইতিমধ্যেই মুক্তি পাওয়া টিজারেও তা স্পষ্ট। ছবির প্রযোজনার দায়িত্ব সামলাচ্ছেন শাহরুখ-পত্নী গৌরী খান, অর্থাৎ 'রেড চিলিজ্ এন্টারটেনমেন্ট'।