নয়াদিল্লি: অ্যাপেলের ভারতীয় ব্র্যান্ড অ্যাম্বাসাডার হতে চলেছেন শাহরুখ খান! এমনটাই সূত্রের খবর।

জানা গিয়েছে, শীঘ্রই একথা ঘোষণা করবে সংস্থা। এবছরই ভারতে লঞ্চ হবে অ্যাপেলের নয়া আইফোন। তখনই সম্ভবত সংস্থার পক্ষ থেকে এই ঘোষণা করা হবে।

প্রসঙ্গত, গত মাসেই অ্যাপেলের সিইও টিম কুক কিং খানের বাড়িতে আয়োজিত এক নৈশভোজে আমন্ত্রিত হিসেবে উপস্থিত হয়েছিলেন। মনে করা হচ্ছে, সেই সময়েই দুজনের মধ্যে কথাবার্তা এগোয়। শাহরুখের মত বড় তারকাকে প্রচারের মুখ করে এদেশে সংস্থার বাজার বাড়ানোই যে কুকের লক্ষ্য, তা আর বলার অপেক্ষা রাখে না।

শাহরুখ ছাড়াও অন্যান্য দেশের অ্যাম্বাসাডার হিসেবে বেছে নেওয়া হয়েছে ব্রাজিলিয় ফুটবল তারকা নেইমার,মার্কিন এনবিএ তারকা স্টিফ কারিকে।