মুম্বই: সম্প্রতি সলমন খান ঘোষণা করেছেন, ‘টিউবলাইট’ ফ্লপ হওয়ায় তিনি পরিবেশকদের ৩৫ কোটি টাকা ফেরত দেবেন। সেই পথেই কি হাঁটতে চলেছেন শাহরুখ খান? ‘জব হ্যারি মেট সেজল’ ফ্লপ হওয়ায় তাঁকে জরুরি বার্তা পাঠিয়েছে এনএইচ স্টুডিওজ। এই সংস্থাই শাহরুখ-অনুষ্কা শর্মা অভিনীত এই ছবির উপগ্রহ, সঙ্গীত ও ডিজিট্যাল স্বত্ত্ব কিনেছিল। ছবিটি ফ্লপ হওয়ায় বিপুল ক্ষতির মুখে পড়েছে এনএইচ স্টুডিওজ। সেই কারণেই তারা শাহরুখের কাছ থেকে টাকা ফেরত চাইছে।


এর আগেও শাহরুখকে এই পরিস্থিতিতে পড়তে হয়েছিল। ২০১৫ সালে ‘দিলওয়ালে’ ফ্লপ হওয়ায় ৫০ শতাংশ ক্ষতিপূরণ হিসেবে পরিবেশকদের ২৫ কোটি টাকা ফিরিয়েছিলেন বলিউড বাদশা। ২০০১ সালে ‘অশোকা’ এবং ২০০৫ সালে ‘পহেলি’ বক্স অফিসে মুখ থুবড়ে পড়ার পরেও পরিবেশকদের অর্থ ফিরিয়েছিলেন শাহরুখ। এবারও হয়তো একই পথে হাঁটবেন তিনি।