মুম্বই:  বর্তমান যুগে গ্ল্যামার দুনিয়ার তারকাদের তাঁদের ভক্তদের সঙ্গে যোগাযোগ রাখা, তাঁদের প্রতিক্রিয়া নেওয়া, অন্যতম গুরুত্বপূর্ণ কাজ। তাই প্রায় প্রত্যেক হলি-বলি তারকারাই নিজেদের টুইটার অ্যাকাউন্ট মেইন্টেন করেন। মূলত সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই ভক্তদের সঙ্গে যোগসূত্র তৈরি করেছেন তারকারা। তবে হালফিলে তারকাদের মধ্যে নিজস্ব অ্যাপ লঞ্চ করার প্রবণতা দেখা গিয়েছে। এই অ্যাপের মাধ্যমে তারকাদের জীবনের একবারে অন্দরে ঢুকতে পারবেন তাঁদের ভক্তরা, পাবেন প্রত্যেক মুহূর্তের আপডেটও।


সম্প্রতি নিজের জন্মদিনে ‘বিয়িং ইন টাচ’ নামের নতুন অ্যাপ বাজারে এনেছেন সলমন খান। তারপরই ভাইজানকে অনুসরণ করে নিজেদের মোবাইল অ্যাপ লঞ্চ করেন দীশা পাটানি, সানি লিওন এবং নার্গিস ফকরির মতো তারকারাও। এবার সেই তালিকায় জুড়তে চলেছে শাহরুখ খানের নামও।

একটি ওয়েব পোর্টালে প্রকাশিত খবর অনুযায়ী, শাহরুখ এ মাসের শেষে তাঁর ভক্তদের একটি চমকপ্রদ উপহার দিতে চলেছেন। তিনি তাঁর নিজের মোবাইল অ্যাপলিকেশন চালু করছেন।

আর এই অ্যাপলিকেশন চালুর নেপথ্যে যে কারণ রয়েছে, সেটা হল নিজের ভক্তদের সঙ্গে সর্বক্ষণ যোগাযোগ রাখতে চান বাদশা। প্রসঙ্গত, ভক্তদের সঙ্গে এখন যখনই চাইবেন তখনই কথা বলতে পারবেন শাহরুখ। শাহরুখের টিমের দাবি অ্যাপলিকেশন তৈরি হয়ে গেছে। শাহরুখ প্রতিদিন সেখানে নানা প্রতিক্রিয়াও দিচ্ছেন। আগামী ২২ এপ্রিল খুব সম্ভবত ভক্তদের জন্যে আসছে এই নয়া অ্যাপস, যা দেখে সকলেরই চোখ ধাঁধিয়ে যাবে। অ্যাপলিকেশনটি শাহরুখ ভক্তদের তারকার জীবনের এক বিশেষ পর্যায়ে নিয়ে যাবে। সেখানে থাকবে বাদশার জীবন, সংসার এবং ছবি সংক্রান্ত নানা অজানা কথা।