নয়াদিল্লি: জামাকাপড়ের ব্র্যান্ড (Clothing Brand) নিয়ে হাজির হচ্ছেন শাহরুখ-পুত্র (Shah Rukh Khan) আরিয়ান খান (Aryan Khan)। সেই ঘোষণাতেই ছিল চমক। অনুরাগীদের নিজের ব্র্যান্ডের কথা জানানোর জন্য বিশেষ এক ভিডিও পোস্ট করেন আরিয়ান। বলা বাহুল্য, ছেলের জামাকাপড়ের ব্র্যান্ডের প্রচারে নিজেই ক্যামেরার সামনে কিং খান। 


আরিয়ান খানের নতুন জামাকাপড়ের ব্র্যান্ডের প্রচারে শাহরুখ


ব্যবসায় পরবর্তী ধাপ নিলেন আরিয়ান খান। লঞ্চ করলেন নিজের জামাকাপড়ের ব্র্যান্ড 'ডিয়্যাভল এক্স' (Dyavol.x)। মূলত লাক্সারি স্ট্রিটওয়্যারের ব্র্যান্ড এটা। 


আরিয়ান খান গতকাল একটি টিজার পোস্ট করেন। যেখানে বলিউডের বাদশাহ শাহরুখের ঝলক মেলে। আজ প্রকাশ্যে আসে বিজ্ঞাপনী ভিডিও। প্রসঙ্গত, এই কমার্শিয়ালের পরিচালক তারকা পুত্র নিজেই। অর্থাৎ এই কমার্শিয়ালের হাত ধরে পরিচালনায় হাতেখড়িও সারলেন আরিয়ান। 


প্রথম দিনের টিজার শেয়ার করে আরিয়ান লেখেন 'ABCDEFGHIJKLMNOPQRSTUVW_YZ। X এখানে আসবে ঠিক ২৪ ঘণ্টার মধ্যে...'। যেমন বলা তেমনই কাজ। ২৫ এপ্রিল ব্র্যান্ডের প্রথম বিজ্ঞাপন এল প্রকাশ্যে। ২৪ এপ্রিল, শাহরুখ খানও আরিয়ানের ব্র্যান্ডের সঙ্গে নিজের পার্টনারশিপের ঘোষণা করেন। টিজারে লাল রঙের 'X' নজরে পড়বে। 


 






ব্যবসায় আরিয়ান পদার্পণ করেন ২০২২ সালের ডিসেম্বর মাসে। তাঁর দুই অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু বান্টি সিংহ ও লেটি ব্ল্যাগোভার সঙ্গে হাত মিলিয়ে শুরু করেন 'ডিয়্যাভল' নামে অভিজাত ভডকা কোম্পানি শুরু করেন। সেই ব্যবসা বৃদ্ধি করতেই তাঁরা অভিজাত স্ট্রিটওয়্যারের ব্র্যান্ড লঞ্চ করলেন। নামে শুধু জুড়েছে 'এক্স'। 


এর আগে আরিয়ান খান নিজের এই ব্র্যান্ড প্রসঙ্গে বলেন, 'এখনও পর্যন্ত, আমরা মার্চ মাসে একটি পোশাকের লাইন নিয়ে আসার কথা ভাবছি এবং এটি সীমিত সংস্করণের ক্যাপসুল সংগ্রহের মাধ্যমে ক্রেতাদের কাছে নিয়ে আসা হবে, আমাদের ওয়েব স্টোরে ড্রপের মাধ্যমে তাঁদের জন্য তা উপলব্ধ করা হবে। এরপর ধীরে ধীরে সেই সুযোগ বাড়ানো হবে।'


 



আরও পড়ুন: Oscars 2024: 'অস্কার ২০২৪' কবে অনুষ্ঠিত হবে? ঘোষণা করা হল তারিখ


আরিয়ান খান তাঁর প্রথম ওয়েব সিরিজের জন্য স্ক্রিপ্ট লেখা শেষ করার পরে তাঁর নতুন এই উদ্যোগ সম্পর্কে ঘোষণা করেন। 'রেড চিলিস এন্টারটেইনমেন্ট' নিবেদিত এটি। সিরিজের শ্যুটিং শুরু হলে তিনি সেখানেও পরিচালক হিসেবে কাজ করবেন।