নয়াদিল্লি: বেজায় ব্যস্ত বলিউডের বাদশাহ (Badshah)। আগামী বছর তাঁর তিন তিনটে ছবি মুক্তির অপেক্ষায়। 'ডাঙ্কি' (Dunki), 'পাঠান' (Pathaan) ও 'জওয়ান' (Jawan) আসছে ২০২৩ সালে। এছাড়া শাহরুখ খানকে (Shah Rukh Khan) সম্প্রতি 'ব্রহ্মাস্ত্র' ও 'রকেট্রি: দ্য নাম্বি এফেক্ট' ছবিতে ক্যামিও করতেও দেখা গেছে। আজ অভিনেতা নিজের সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছেন। 'ডাঙ্কি'র সৌদি আরবের (Saudi Arabia) শ্যুটিং শিডিউল শেষ করলেন অভিনেতা।  


'ডাঙ্কি'র সৌদি আরবের শ্যুটিং শিডিউল র‍্যাপ-আপ


রাজকুমার হিরানির পরিচালনায় এই প্রথম অভিনয় করতে চলেছেন কিং খান। ছবির নাম 'ডাঙ্কি'। বুধবার নিজের সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও বার্তা পোস্ট করেন শাহরুখ।  সেখানে তিনি সৌদি আরবে শ্যুটিং শেষের কথা জানান। ছবির গোটা টিম, পরিচালক রাজকুমার হিরানি ও সৌদি আরবের সংস্কৃতি মন্ত্রককে ধন্যবাদ জানান। সৌদি আরবের ছবির মতো প্রকৃতির কোলে শ্যুটিং করতে পেরে কৃতজ্ঞ কিং খান।                                                                   


কালো কোট, চোখে রোদচশমা, সৌদির বালিময় প্রকৃতির মাঝে দাঁড়িয়ে শাহরুখের ভিডিও বার্তা। নেপথ্যে প্রাকৃতিক সৌধ। ভিডিওয় শাহরুখ বলেন, 'সৌদিতে ডাঙ্কির শ্যুটিং শিডিউল শেষ করার চেয়ে সন্তোষজনক আর কিছুই নেই। আমাদের এমন দর্শনীয় স্থান এবং উষ্ণ আতিথেয়তা দেওয়ার জন্য আপনাদের ধন্যবাদ।' সকলকে 'শুকরাঁ' জানান তিনি। 


 






'ডাঙ্কি' ছবিতে শাহরুখ খানের সঙ্গে দেখতে পাওয়া যাবে তাপসী পান্নুকে। ২০২৩ সালের ডিসেম্বরে মুক্তি পাবে এই ছবি। 


আরও পড়ুন: 'Hatyapuri' Trailer Out: বড়পর্দায় আসছে ফেলুদা-তোপসে-জটায়ু, প্রকাশ্যে 'হত্যাপুরী'র ট্রেলার