Digital Currency: ১ ডিসেম্বর থেকেই দেশের পাইলট প্রকল্পের মাধ্যমে ডিজিটাল রুপি চালু করার ঘোষণা করেছে রিজার্ভ ব্যাঙ্ক। দেশের মানুষ একে আরবিআই ডিজিটাল কারেন্সি বা সিবিডিসি নামেও চেনে। রিজার্ভ ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে, দেশে ক্যাশলেস পেমেন্টকে উৎসাহিত করতেই RBI-এর এই ডিজিটাল কারেন্সি। প্রশ্ন উঠেছে, নতুন পেমেন্ট সিস্টেম কি ইউপিআই মোবাইল ওয়ালেটের বিকল্প হতে পারবে ?


RBI Digital Rupees: কী বলছেন বিশেষজ্ঞরা ?
ডিজিটাল কারেন্সি আসার আগেই দেশে এই নিয়ে কৌতূহল তৈরি হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, নতুন পেমেন্ট সিস্টেমের সঙ্গে UPI ও মোবাইল ওয়ালেটের সরাসরি কোনও প্রতিযোগিতা নেই। তবে এই নতুন সিস্টেম মানুষকে অর্থ লেনদেনের আরেকটি বিকল্প দেবে। গ্রাহকরা ব্যাঙ্ক থেকে ডিজিটাল টাকা কিনতে পারবেন। পরে ওয়ালেট থেকে ওয়ালেটে তা পাঠানো যাবে। কিছু কেনার জন্যও এই ডিজিটাল টাকা ব্যবহার করতে পারবেন গ্রাহক।


Digital Currency: ডিজিটাল রুপি UPI থেকে অনেকটাই আলাদা
Infibeam Avenues Ltd-এর ডিরেক্টর ও পেমেন্টস কাউন্সিল অফ ইন্ডিয়ার চেয়ারম্যান বিশ্বাস প্যাটেল জানিয়েছেন, এই কারেন্সি একটি ফিজিক্যাল কারেন্সি , যা UPI থেকে একেবারেই আলাদা৷ কোনও ব্যাঙ্ক যোগ না করেই ডিজিটাল এই টাকা স্থানান্তর করা যাবে। বর্তমানে এই ডিজিটাল মুদ্রা ভারতীয় রুপির সমান স্বীকৃতি পাবে। একবার আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ডিজিটাল টাকা খরচ করলে সম পরিমাণ টাকা আপনার অ্যাকাউন্ট থেকে কেটে নেওয়া হবে।


RBI Digital Rupees: এভাবেই আপনার কাছে পৌঁছে যাবে ডিজিটাল রুপি
দুই স্তরের মডেলের মাধ্যমে এই খুচরো ডিজিটাল মুদ্রা চালু করার প্রস্তাব করেছে রিজার্ভ ব্যাঙ্ক। যার অর্থ,RBI ব্যাঙ্কগুলিতে ডিজিটাল রুপি বিতরণ করবে। যার অধীনে চারটি ব্যাঙ্কের সঙ্গে প্রথম ধাপে এই কাজ শুরু হবে। এর মধ্যে রয়েছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, আইসিআইসিআই ব্যাঙ্ক, ইয়েস ব্যাঙ্ক ও আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্ক। গ্রাহকরা এইসব ব্যাঙ্ক থেকে ডিজিটাল মুদ্রা পেতে পারেন। এর পরে ফোনের সাহায্যে আপনি ডিজিটাল ওয়ালেটের মাধ্যমে এই ব্যাঙ্কগুলি থেকে ডিজিটাল অর্থ লেনদেন করতে পারবেন।


Digital Currency: আপনি QR কোড দিয়েও টাকা পাঠাতে পারবেন
এইভাবে, ডিজিটাল টাকা ব্যক্তি থেকে ব্যক্তি, ব্যক্তি থেকে ব্যবসায়ীকে দেওয়া যেতে পারে। এছাড়াও কিউআর কোড স্ক্যান করেও ডিজিটাল অর্থ দেওয়া যেতে পারে।


RBI Digital Rupees: এই ব্যাঙ্ক ও শহরগুলিতে পরিষেবা শুরু হবে
আরবিআই জানিয়েছে, দ্বিতীয় ধাপে আরও চারটি ব্যাঙ্ক যথাক্রমে ব্যাঙ্ক অফ বরোদা, ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, এইচডিএফসি ব্যাঙ্ক, কোটাক মহিন্দ্রা ব্যাঙ্ককে ডিজিটাল রুপির মাধ্যমে টাকা লেনদেনের সুবিধা দেওয়া হবে। এই পাইলট প্রজেক্ট লঞ্চের পরে প্রথম চারটি শহর -মুম্বই, নয়াদিল্লি, বেঙ্গালুরু , ভুবনেশ্বর ও পরে আমদাবাদ, গ্যাংটক, গুয়াহাটি, হায়দরাবাদ, ইন্দোর, কোচি, লখনউ, পটনা ও সিমলায় এই প্রজক্টে লঞ্চ হবে। 


আরও পড়ুন : Bank Holidays in December 2022: ডিসেম্বরে ১৪ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, জেনে নিন পুরো তালিকা