পার্টিতে এসআরকে ছাড়াও ছিলেন তাঁর বাড়ির লোকজন, ঘনিষ্ঠ বন্ধুরা ও স্বরা ভাস্কর, নিখিল আডবাণী, সঙ্গীত পরিচালক অজয়-অতুল, কোরিওগ্রাফার বস্কো-সিজার সহ বলিউডের হাতে গোনা জনাকয়েক সেলেব। রেস্তোঁরা সাধারণত গভীর রাত পর্যন্ত খোলা থাকে না কিন্তু কিং খানের জন্মদিনের পার্টি বলে কথা। তাই রাত ৩টে পর্যন্ত চলে হইচই, নাচাগানা, সঙ্গে প্রচণ্ড চড়া মিউজিক। শেষমেষ হাজির হয় মুম্বই পুলিশ, নির্দেশ দেয়, তখনই পার্টিতে ইতি টানতে।
যে রেস্তোঁরায় পার্টি চলছিল, সেই আর্থ অন্যান্যদিন বন্ধ হয়ে যায় রাত একটা নাগাদ। কিন্তু প্রাইভেট পার্টি এত রাত পর্যন্ত চলায় হস্তক্ষেপ করে পুলিশ। তখন শাহরুখেরই পুরনো ছবি দিল সে-র ছেঁইয়া ছেঁইয়া গান চালিয়েছিলেন ডিজে। পুলিশ পার্টি বন্ধ করে দেওয়ায় শাহরুখকে দেখা যায় পরিচালক আনন্দ এল রাই, নিখিল আডবাণীদের সঙ্গে বেরিয়ে আসতে।
পরে তিনি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন পার্টির ছবি। গভীর রাতে শুভেচ্ছা জানান তাঁর বাসভবনের বাইরে দাঁড়িয়ে থাকা হাজারো অনুরাগীদের।