সুহানার বলিউডে আসার সম্ভাবনা নিয়ে খবর বহুদিন ধরেই ভাসছে। কিন্তু শাহরুখের কড়া নির্দেশ ছিল, আগে পড়াশোনা শেষ করতে হবে। এর ফাঁকে অবশ্য এক নামী পত্রিকার হয়ে ফটোশ্যুট সেরেছেন সুহানা। নাটকে অভিনয় করতেও দেখা গিয়েছে তাঁকে। কিন্তু এবার তাঁর গ্র্যাজুয়েশন শেষ, অতএব বলিউডে কেরিয়ার তৈরি করতে গেলে শাহরুখ নিশ্চয় আর আপত্তি করবেন না। বড় পর্দায় পা রাখতে চলেছেন শাহরুখ কন্যা, দেখুন ছবির পোস্টার
ABP Ananda, Web Desk | 08 Aug 2019 09:57 AM (IST)
সুহানার বলিউডে আসার সম্ভাবনা নিয়ে খবর বহুদিন ধরেই ভাসছে।
লন্ডন: শাহরুখ খানের মেয়ে সুহানা অল্পদিন আগে লন্ডনের আর্ডিগালি কলেজে তাঁর গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেছেন। এবার তাঁকে দেখা যাবে স্বল্প দৈর্ঘ্যের ইংরেজি ছবি দ্য গ্রে পার্ট অফ ব্লু-তে। ছবির পরিচালনা করছেন সুহানার সহপাঠী ও বন্ধু থিও জিমেনো।