নয়াদিল্লি: আগামী সিনেমা 'রইস'-এর প্রচারে ব্যস্ত শাহরুখ খান। তাঁর অনুরাগীদের ধৈর্য্য যেন আর মানতে চাইছে না। শাহরুখের সিনেমা ঘিরে আগ্রহ তুঙ্গে উঠেছে। সিনেমার প্রচারে মুম্বই থেকে দিল্লি পর্যন্চ ট্রেন যাত্রা করেন কিং খান। এই প্রচার ঘিরে উন্মাদনা এমনই পর্যায়ে পৌঁছয় যে ভদোদরা স্টেশনে ভিড়ের চাপে পদপিষ্ট হয়ে মৃত্যু হয় ফারিদ খান শেরানি নামে এক ব্যক্তির। এই মর্মান্তিক ঘটনায় মৃতের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন শাহরুখ।
সিনেমার মুক্তির আগেই টিকিট বুকিং করছেন আগ্রহীরা। এক কলেজ পড়ুয়ার ট্যুইট করেছেন, ক্লাস ফাঁকি দিয়ে রইস দেখবেন।





কিং খানের অ্যাকাউন্টে ওই ট্যুইট ট্যাগ করেন ওই ছাত্র।

ট্যুইটটি নজরে আসে শাহরুখের। ক্লাস ফাঁকি দিয়ে কলেজ পড়ুয়াদের  সিনেমা দেখা বা বেড়াতে যাওয়াটা নতুন কিছু নয়। কিন্তু ওই পড়ুয়ার ট্যুইট নজরে পড়ে শাহরুখের। তা দেখে যে জবাব শাহরুখ দিয়েছেন, তাতে তাঁর পিতৃস্বত্ত্বাই ফুটে উঠেছে। তিনি লেখেন, পরের দিন থেকে কিন্তু আরও বেশি করে পড়াশোনা করতে হবে।