কলকাতা: আবারও কি বিয়ের সানাই বাজতে চলেছে টলিপাড়ায়? বরবেশে দেখা গেল অভিনেতা সাহেব ভট্টাচার্যকে (Shaheb Bhattacharjee)। তিনি নাকি বিয়ে করতে চলেছেন। কবে? কাকে? পাত্রী নাকি অবশ্য টলিপাড়ার চেনা মুখ। ব্যাপারটা কী?
ছাদনাতলায় সাহেব? পাত্রী কে?
টলিউডে যখন একের পর এক বিয়ের খবর, তখন বিশেষ দেরি করলেন না অভিনেতা সাহের ভট্টাচার্যও। মকর সংক্রান্তির শুভদিনেই সেরে নিলেন শুভ কাজ। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন বিয়ের ছবি। চুপিসাড়ে বিয়ে করলেন? পাত্রী অবশ্য টেলিদুনিয়ার খুবই চেনা মুখ।
গলায় রজনীগন্ধা ও গোলাপের মালা, পরনে বরের বেশ, মুখে চওড়া হাসি অভিনেতার। আর তাঁর পাশে লাল বেনারসী, হাতে গাছকৌটো, মাথায় মুকুট ও সিঁথিতে চওড়া সিঁদুর পরে দাঁড়িয়ে নতুন বউ সুস্মিতা দে (Sushmita Dey)। চুপিসাড়ে চার হাত এক হয়ে গেল? কেউ টেরই পেলেন না? গোপনে সম্পর্কে ছিলেন নাকি? এত প্রশ্ন মনে আসার আগেই জানাই, এটা বাস্তব জীবন নয়, পর্দার ঘটনা। অর্থাৎ রিয়েল লাইফ নয় রিল লাইফে বিয়ে সারলেন সাহেব ভট্টাচার্য ও সুস্মিতা দে।
স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক 'কথা'য় বিয়ে পিঁড়িতে বসলেন সাহেব ও সুস্মিতা। এদিন ছবি পোস্ট করে দুই অভিনেতা লেখেন, 'আমাদের বিয়েতে আপনাদের সাদর আমন্ত্রণ। 'কথা' প্রত্যেকদিন সন্ধ্যা ৭টায় স্টার জলসায়।' পোস্টে মজার কমেন্ট করতে ছাড়েননি অনুরাগীরা। কেউ ধারাবাহিকে সুস্মিতার চরিত্রে প্রসঙ্গ টেনে লিখলেন, 'গোবরের জয় হোক'। কেউ লিখলেন, 'ঠিকানা দাও দাদা নয়তো যাব কী করে?' অনেকেই বললেন তাঁদের একসঙ্গে খুব সুন্দর দেখাচ্ছে।
এক ঝলকে 'কথা'র গল্প
ধারাবাহিকের নায়িকা কথাকলি বসু, যাকে ভালবেসে অনেকে কথা বলেও ডাকেন। প্রকৃতির প্রতি যত্নশীল সে, বিশেষত গাছ ও বৃক্ষের সঙ্গে তার যেন আত্মিক বন্ধন। সে দৃঢ়ভাবে বিশ্বাস করে যে প্রত্যেক গাছ একটি জীবনের প্রতিনিধিত্ব করে। ফলে গাছের যত্ন নেওয়ার জন্য সে যে কোনও সীমা পর্যন্ত যেতে পারে। এমনকী গোবর ব্যবহারের মতো নানা ধরনের অপ্রচলিত পন্থাও প্রয়োগ করে সে। সেই থেকেই মজা করে তার নাম হয়ে উঠেছে 'মিস গোবরদেবী'। গোবরডাঙায় মামা ও মামীর সঙ্গে থাকে কথা, কিন্তু বাড়িতে সেই কর্ত্রী। সংসার চলবে কোন নিয়মে, ঠিক করে কথা। কিন্তু নিজের বিয়ের জন্য একেবারেই সঠিক ছেলে খুঁজে পায় না সে, কারণ পুরুষদের একেবারেই বিশ্বাস করে না কথাকলি।
উল্টোদিকে, অগ্নিভর প্রবেশ। সাধারণ মানুষের কাছে সে এভি নামে খ্যাত। কলকাতার আকর্ষণীয় তারকা শেফ সে, যার মধ্যে একটা প্রতিবাদী সত্ত্বাও রয়েছে। পারিবারিক ব্যবসায় যোগদানের পরিবর্তে এভি তার নিজের পথ তৈরি করেছে। খুলেছে 'মমস ক্যাফে', এমন একটি উদ্যোগ যা পরীক্ষানিরীক্ষা মূলক খাবার এবং তার অনস্বীকার্য আকর্ষণ, বিশেষ করে মহিলাদের সঙ্গে, তার দ্বারাই চলে।
আরও পড়ুন: Netflix: 'দেবারা'-'পুষ্পা ২'-'সালার'-সহ ১২ ছবি আসবে নেটফ্লিক্সে, বড়পর্দায় মুক্তির পর
কথা ও অগ্নিভ একই কয়েনের এপিঠ ওপিঠ যেন। একে অপরের সঙ্গে জীবনযাপন বা প্রকৃতির প্রতি ভালবাসা বা চলন-বলন কোনও কিছুরই কোনও মিল নেই। কী হবে যখন এমন দুজনের রাস্তা একে অপরের ওপর এসে পড়বে? তাদের বিভেদ কি সমস্যার সৃষ্টি করবে নাকি তৈরি হবে অপ্রত্যাশিত এক বন্ধন যার ফলে মিলিত হবে তাদের ভিন্ন ধরনের পৃথিবী?
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।