মুম্বই:  অবশেষে মেয়ের নামকরণ করলেন বলিউড অভিনেতা শাহিদ কপূর ও তাঁর স্ত্রী মীরা রাজপুত। গত ২৬ অগাস্ট আগমন ঘটে শাহিদের পরিবারের এই ছোট্ট অতিথির। তারপর থেকেই শাহিদ ভক্তরা অপেক্ষায় রয়েছেন, শাহিদ তাঁর কন্যা সন্তানের কী নাম রাখলেন?

তবে সমস্ত জল্পনার অবসান। মেয়ের নামকরণ করলেন শাহিদ-মীরা। মেয়ের নাম রেখেছেন ‘মিশা’। নামকরণের সঙ্গে সঙ্গে ভক্তদের বুঝতে একটুও অসুবিধা হয়নি কেন এমন নাম রাখলেন শাহিদ। অভিনেতা নিজের এবং মীরার নামের সঙ্গে মিলিয়ে নাম রাখলেন মেয়ের।

সম্প্রতি মেয়ের নামকরণ করতে ও আশীর্বাদ নিতে অমৃতসরে নিজেদের ধর্মগুরুর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন শাহিদ ও তাঁর বাবা পঙ্কজ কপূর। তারপরই আজ সকালে একটি টুইট করে নামকরণের কথা সকলকে জানান শাহিদ।

 



২০১৫ সালের জুলাইয়ে বিয়ে হয় শাহিদ-মীরার। এই বছর অগাস্টে মা হন মীরা।