নেপালে বাস দুর্ঘটনা, হতাহত বহু
Web Desk, ABP Ananda | 26 Aug 2016 04:54 PM (IST)
কাঠমান্ডু: নেপালের দক্ষিণ-পশ্চিমাংশের চিতবান জেলায় বাস দুর্ঘটনায় এক মহিলা সহ অন্তত ২২ জন নিহত হয়েছেন। আহত অন্তত ১৬ জন। নিখোঁজ বেশ কয়েকজন। দুর্ঘটনার প্রকৃত কারণ এখনও জানা যায়নি। চিতবান জেলার পুলিশ সুপার বসন্ত কুনবর বলেছেন, যাত্রীবাহী বাসটি রৌতাহাট জেলার গৌর অঞ্চল থেকে পোখারার দিকে যাচ্ছিল। পাহাড়ি রাস্তা দিয়ে যাওয়ার সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় ১০০ মিটার নীচে ত্রিশূলী নদীতে পড়ে যায়। পুলিশকর্মী ও স্থানীয় বাসিন্দারা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। নিহতদের পরিচয় এখনও জানা যায়নি। ঘটনার তদন্ত শুরু হয়েছে। নিখোঁজ ব্যক্তিদের খোঁজে তল্লাশি চলছে। নেপালে পথ দুর্ঘটনা নিত্য ঘটনা হয়ে দাঁড়িয়েছে। গত সপ্তাহেই একটি বাস পাহাড়ের ধার থেকে প্রায় ৩০০ মিটার নীচে পড়ে যায়। সেই দুর্ঘটনায় ৩১ জনের মৃত্যু হয়েছে। বিশেষজ্ঞদের মতে, খারাপ রাস্তা এবং বাস ও গাড়ির রক্ষণাবেক্ষণের অভাবেই দুর্ঘটনা ঘটছে।