মুম্বই:দ্বিতীয় সন্তানের জন্ম দিলেন অভিনেতা শাহিদ কপূরের স্ত্রী মীরা রাজপুত। সদ্যোজাত পুত্রের নাম জৈন কপূর রাখলেন দম্পতি। বুধবার মুম্বইয়ের হিন্দুজা হাসপাতালে পুত্রসন্তানের জন্ম দেন মীরা। তার আগে, হাসপাতালে গিয়ে মীরাকে দেখে আসেন শাহিদের ভাই ঈশান খট্টর, মা নীলিমা আজিম, বাবা পঙ্কজ কপূর ও তাঁর স্ত্রী সুপ্রিয়া পাঠক।




শাহিদ ও মীরার ইতিমধ্যেই মিশা নামে ২ বছরের একটি কন্যাসন্তান রয়েছে। এদিন টুইটারে সদ্যোজাত পুত্রসন্তানের নাম ঘোষণা করেন ৩৭ বছরের শাহিদ। তিনি লেখেন, জৈন কপূরের আগমন হল। আমাদের পরিবার সম্পূর্ণ। শুভেচ্ছা ও আশীর্বাদের দেওয়ার জন্য সকলকে ধন্যবাদ। আমরা সত্যিই ভীষই আপ্লুত এবং কৃতজ্ঞ। সকলকে আমাদের ভালবাসা।




প্রসঙ্গত, গতকালই শাহিদের টুইটার অ্যাকাউন্ট করেছিল তুরস্কের একটি হ্যাকার-গোষ্ঠী বলে জানা যায়। এদিন অভিনেতা লেখেন, আমার অ্যাকাউন্ট হ্যাক হয়েছিল। ভক্তদের উদ্দেশ্যে অভিনেতা অনুরোধ করেন, গত ২৪-ঘণ্টায় তাঁর তরফে হওয়া যে কোনও যোগাযোগ ও বার্তাকে যেন অগ্রাহ্য করা হয়।