মুম্বই: তিনি তারকাপুত্র। বলিউডও তাঁর সেই পরিচিতির কথা মনে রেখেছে। তবে বিভিন্ন সাক্ষাৎকারে তিনি বলেছেন, এই পরিচয় কখনও তাঁর কেরিয়ারে সাহায্য করেনি। মা একাই বড় করেছেন তাঁকে। পঙ্কজ কপূর (Pankaj Kapoor) পুত্র শাহিদ কপূর  (Shahid Kapoor) বড় হয়েছেন তাঁর মায়ের কাছেই। ছোট থেকেই বাবা ও মাকে তিনি দেখে এসেছেন আলাদা থাকতে, আর তাই, যখন বলিউডে বা তার বাইরের কেউ যখন বলেন, শাহিদের উত্থানে তাঁর বাবা সাহায্য করেছেন, তখন খারাপ লাগে নায়কের। 


প্রসঙ্গত, শাহিদের মা নীলিমা আজম (Neliima Azeem) ১৯৭৯ থেকে ১৯৮৪ (1979 to 1984) সাল পর্যন্ত পঙ্কজ কপূরের সঙ্গে বৈবাহিক সম্পর্কে ছিলেন নীলিমা। পঙ্কজ ও তাঁর সন্তানই শাহিদ। কিন্তু পঙ্কজের সঙ্গে নীলিমার বিবাহ দীর্ঘস্থায়ী হয়নি। ১৯৯০ সালে রাজেশ খট্টরের সঙ্গে বিয়ে হয় নীলিমার। তাঁদের সন্তান ঈশান খট্টর। শাহিদ বার বার জানিয়েছেন, মা নীলিমা তাঁকে ও ঈশানকে সমান ভালবাসা দিয়ে বড় করেছেন।


সম্প্রতি একটি সাক্ষাৎকারে, মাকে নিয়ে কথা বলতে গিয়ে শাহিদ বলেছেন, 'মা ভীষণ মিষ্টি। আর এটা সব মায়েদেরই বৈশিষ্ট্য যে তাঁরা সন্তানকে নিয়ে সবসময় ভাল কথা বলবে। মা একার হাতেই আমায় আর ঈশানকে বড় করেছে। মা আমাদের এত খেয়াল রাখতেন, সবসময় আমাদের যেন ভালবাসা দিয়ে, স্নেহ দিয়ে মুড়ে রাখতেন। আমি সব ব্যক্তিগত কথা, অনুভূতি হয়তো বলতে পারব না, কিন্তু মা আমার কাছে সবসময় ভীষণ গর্বের। আমি জানি, জীবনে যাই হোক, মা সবসময় আমার পাশে থাকবে, আমিও মায়ের পাশে থাকব।'


বলিউডে নিজের কেরিয়ার তৈরি নিয়েও মুখ খোলেন শাহিদ। তিনি বলেন, 'অনেকেই ভাবেন, কেরিয়ারের শুধুতে আমি বিশেষ সুবিধা পেয়েছি কারণ আমার বাবা অভিনেতা। আমি নেপোটিজমের প্রোডাক্ট। আমার এগুলো শুনে ভীষণ খারাপ লাগে। আমার সবাইকে চিৎকার করে বলতে ইচ্ছা করে, ভাই.. তোমরা আমার লড়াইয়ের কথাটা জানো না। আমার বাবা পঙ্কজ কপূর বলে আমার বলিউডে নিজের জায়গা তৈরি করাটা মোটেই সহজ ছিল না। আমি তো আমার বাবার সঙ্গে থাকতাম পর্যন্ত না। এখন ওঁর আমায় নিয়ে গর্ব হয়। তবে কোনোদিন আমি বাবাকে কোনওরকম সাহায্যের জন্য বলিনি। এমনকি বাবাও আমায় নিজে থেকে সাহায্য করতে এগিয়ে আসেননি। এমন কোনও পরিস্থিতিই তৈরি হয়নি কোনোদিন। আমি নিজেই নিজের রাস্তাটা তৈরি করেছি।'


প্রসঙ্গত, সম্প্রতি জিও সিনেমায় মুক্তি পেয়েছে শাহিদের ব্লাডি ড্যাডি। অন্যদিকে, এই বছরেই, 'ফর্জি'-র হাত ধরে ডিজিট্যাল ডেবিউ হয়েছে শাহিদের।


আরও পড়ুন: Dream Meaning: এই ৫টি জিনিস স্বপ্নে দেখলেই বিপদ সংকেত! জীবনে আসতে পারে দুর্ভোগ


আরও পড়ুন:Sugarcane Juice Benefits: গরম পড়লেই ভরসা আখের রসে? কতটা কাজে লাগে? আদৌও উপকার রয়েছে?