মুম্বই: সদ্য় বিশ্বের একমাত্র দেশ হিসেবে পঞ্চমবারের জন্য অনুর্ধ্ব ১৯ ক্রিকেট বিশ্বকাপ জিতেছে ভারত। মহম্মদ কাইফ, বিরাট কোহলি, উন্মুক্ত চাঁদ, পৃথ্বী শ-এর পর এবার অধিনায়ক যশ ঢুলের (Yash Dhul) নেতৃত্বে বিশ্বকাপ জিতল ভারত। স্বাভাবিকভাবেই দেশের প্রতিটা কোনার মানুষই অভিনন্দন এবং শুভেচ্ছায় ভরিয়ে দিচ্ছেন অনুর্ধ্ব ১৯ ভারতীয় ক্রিকেট দলের সদস্যদের। সাধারণ মানুষদের পাশাপাশি তারকারাও সোশ্যাল মিডিয়ায় কুর্নিশ জানিয়েছেন যশ ঢুল, হর্নুর সিংহ, রবি কুমারদের। আর এই শুভেচ্ছা জানাতে গিয়েই এমন কাণ্ড করলেন বলিউড অভিনেতা শাহিদ কপূর (Shahid Kapoor), যে তাঁকে নিয়ে নেট দুনিয়ায় হচ্ছে ট্রোলিং।
সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে অনুর্ধ্ব ১৯ ভারতীয় ক্রিকেট দলকে অভিনন্দন জানানোর জন্য একটি ছবি পোস্ট করেছিলেন 'যব উই মেট' তারকা। কিন্তু তিনি যে ছবিটি পোস্ট করেছেন সেটি ২০১৮-এর অনুর্ধ্ব ১৯ ক্রিকেট বিশ্বকাপজয়ী ভারতীয় দলের ছবি। সেই ছবিতে পরিস্কার দেখা যাচ্ছে, মাঝে রাখা রয়েছে বিশ্বকাপের ট্রফি। তার পাশেই বসে রয়েছেন ২০১৮-এর অনুর্ধ্ব ১৯ ক্রিকেটর বিশ্বকাপে ভারতীয় দলকে নেতৃত্ব দেওয়া অধিনায়ক পৃথ্বী শ। ট্রফির একেবারে পিছনেই দেখা যাচ্ছে ওই বিশ্বকাপে দুর্দান্ত বল করা বাংলা ইশান পোড়েলকে। রয়েছেন ওই বিশ্বকাপের অন্যতম চমক শুভমন গিলও। যশ ঢুলের দলের জায়গায় পৃথ্বী শ-এর এই দলের ছবি পোস্ট করে ট্রোলের শিকার শাহিদ কপূর।
আরও পড়ুন - Amul Pays Tribute To Lata Mangeshkar: প্রয়াত লতা মঙ্গেশকরের প্রতি বিশেষ শ্রদ্ধাঞ্জলি আমুলের
বলিউড অভিনেতা শাহিদ কপূরের পোস্ট করা ছবি দেখে নেট দুনিয়ায় হাসির রোল উঠেছে। ইতিমধ্যেই নেট নাগরিকরা সেই পোস্ট নিয়ে নানা মিম তৈরি করে ফেলেছেন। কোনও নেট নাগরিক লিখেছেন, 'শাহিদ কপূর ২০২২-এর অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপজয়ী দলের ছবির পরিবর্তে ২০১৮-র অনুর্ধ্ব ১৯ ক্রিকেট বিশ্বকাপজয়ী দলের ছবি পোস্ট করেছেন। সত্যিই তিনি বাস্তবে 'কবীর সিংহ'-এর চরিত্রে থাকেন।' আবার কেউ লিখেছেন, 'ঠিক শাহিদ কপূর যেমন রিমেক ছবিতে অভিনয় করেন, তিনি বিশ্বকাপজয়ী দলের রিমেক ছবি পোস্ট করে দিয়েছেন।' আবার কোনও নেট নাগরিক লিখেছেন, 'শাহিদ সম্প্রতি একটি ছবি করছেন যেটা আপাদমস্তক ক্রিকেট নিয়ে, সেখানে কিনা তিনি এরকম একটা মস্ত ভুল করলেন! সত্যিই বিরক্তিকর।'
প্রসঙ্গত, গত ৩১ ডিসেম্বর মুক্তি পাওয়ার কথা ছিল শাহিদ কপূরের 'জার্সি' ছবিটির। কিন্তু দেশে করোনার তৃতীয় ঢেউ চলায় সেটির মুক্তি পিছিয়ে গিয়েছে। এই ছবিতে একজন ক্রিকেটারের ভূমিকায় দেখা যেতে চলেছে অভিনেতাকে।