কলকাতা: বিশ্বব্যাপী ৩৭টি ভাষায় প্রকাশ্য়ে এসেছে ছবিটি।  সিরিজটি প্রাইম ভিডিওতে দর্শকরা ১৭০টিরও বেশি দেশ এবং অঞ্চলে ইতিমধ্যেই স্ট্রিম করেছে। IMDb এই ছবিকে  ৮.৭ রেটিং দিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র (USA), কানাডা (Canada),সংযুক্ত আরব আমিরাত,সৌদি আরব,সিঙ্গাপুর,অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড ও মালয়েশিয়ার মত দেশে মুক্তি পেয়েছে ও সাফল্য় লাভ করেছে এই ছবি। 


সূত্রের খবর অনুযায়ী, শাহিদ কপূর (Shahid Kapoor)  ও অন্যান্যরা এই ছবির জন্য মোটা অঙ্কের পারিশ্রমিক নিয়েছেন। শোনা যাচ্ছে, ওটিটির ডেবিউ সিরিজে অভিনয়ের জন্য শাহিদ কপূর ৩০ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন। ওটিটি প্ল্যাটফর্মে (OTT Platform) আত্মপ্রকাশ করেই ছক্কা হাঁকালেন বলিউড অভিনেতা (Bollywood Star) শাহিদ কপূর (Shahid Kapoor)। দুই পরিচালক, রাজ নিদিমোরু ও কৃষ্ণ ডিকে-র (Raj Nidimoru and Krishna DK) 'ফর্জি'র (Farzi) হাত ধরেই ওটিটিতে পা রাখলেন শাহিদ। ইতিমধ্যেই দর্শকের মন জয় করতে শুরু করেছে এই সিরিজ। সঙ্গী অবশ্যই দক্ষিণী তারকা বিজয় সেতুপতি (Vijay Sethupathi)। অ্যামাজন প্রাইম ভিডিওয় ১০ ফেব্রুয়ারি এই সিরিজ মুক্তি পেয়েছে। মুক্তি পাওয়ার পরেই দর্শকদের নজর কেড়েছে এই ছবিটি, প্রশংসাও কুড়িয়েছে। কয়েকদিনের মধ্যেই টপ ট্রেন্ডিংয়ের তালিকায় চলে এসেছে 'ফারজি'। সিনেমাটি দেখে সোশ্যাল মিডিয়া প্রশংসায় ভরিয়ে দিয়েছেন একাধিক দর্শক।      


এই সিরিজ এক শিল্পীর গল্প বলে। নকল নোট তৈরির ব্যবসা শুরু করে সে। তারপর ধীরে ধীরে জড়িয়ে পড়ে অপরাধ দুনিয়ায়। শাহিদ কপূর ছাড়া এই সিরিজে অভিনয় করেছেন বিজয় সেতুপতি (Vijay Sethupathi), রাশি খান্না (Rashi Khanna), কে কে মেনন (Kay Kay Menon), রেজিনা ক্যাসান্দ্রার (Regina Cassandra) মতো তারকারা। 


আরও পড়ুন: ১০০ কোটিতে রাজ কপূরের বাংলো অধিগ্রহণ করল গোদরেজ


সূত্রের খবর, মুখ্য চরিত্রে থাকা শাহিদ কপূর ও অন্যান্যরাও এই ছবির জন্য মোটা অঙ্কের পারিশ্রমিক নিয়েছেন। শোনা যাচ্ছে, ওটিটির ডেবিউ সিরিজে অভিনয়ের জন্য শাহিদ কপূর ৩০ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন। 'ফর্জি'তে বিজয় সেতুপতি মাইকেল বেদনায়াগম নামক এক পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করেছেন। সূত্রের খবর, এই চরিত্রের জন্য তিনি ৭ কোটি টাকা পেয়েছেন। অন্যদিকে, গ্যাংস্টার মনসুর দালালের চরিত্রে অভিনয় করার জন্য কে কে মেনন আড়াই কোটি টাকা নিয়েছেন। অন্যদিকে রাশি খান্না দেড় কোটি টাকা নিয়েছেন বলে খবর সূত্রের।