শাহরুখ লিখেছেন, বাবা আমাকে দিল্লিতে অটলজির ভাষণ শোনাতে নিয়ে যেতেন। বহু বছর পর ওঁর সঙ্গে সাক্ষাতের সুযোগ হয় আমার। ওঁর সঙ্গে কবিতা, ছবি, রাজনীতি এমনকী ওঁর হাঁটুর ব্যথা নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছে। ওঁর কবিতার ওপর পর্দায় অভিনয় করারও সুযোগ মেলে। বাড়িতে ওঁকে ডাকা হত বাপজি বলে। দেশ এক পিতৃতুল্য পুরুষ ও মহান নেতাকে হারাল। ব্যক্তিগতভাবে আমি আমার শৈশবের একটা অংশ হারালাম। আপনার হাসি মুখ মিস করব বাপজি।
মেগাস্টার অমিতাভ বচ্চনও প্রাক্তন প্রধানমন্ত্রী বাজপেয়ীর প্রয়াণে শোকজ্ঞাপন করেছেন। দেখুন তাঁর টুইট