মুসলিম হয়েও গণেশ বন্দনা! শাহরুখের পোস্ট দেখে কটাক্ষ, 'মন্নতে সব ধর্মের উৎসবই পালিত হয়', উত্তর অনুরাগীদের

মুম্বই: করোনা আবহেই গণেশ চতুর্থী পালন করেছিল বলিউড। নিজেদের বাড়িতেই স্বল্প আয়োজনে গণপতি বাপ্পার আরাধনায় সামিল হয়েছিলেন প্রায় সব তারকাই। গণেশ আরাধনায় সামিল হয়েছিলেন শাহরুখ খান ও স্ত্রী গৌরীও। এবছর খুব ছিমছামভাবে মন্নতে পালিত হয়েছিল গণেশ চতুর্থী। গতকাল বিসর্জনের পর সোশ্যাল মিডিয়ায় একটি ছবিও পোস্ট করেন শাহরুখ।

ইনস্টাগ্রামে শাহরুখের সাদা-কালো ছবিতে রঙিন বলতে কেবল তাঁর কপালের তিলক।ছবিটি পোস্ট করে শাহরুখ লেখেন,  ‘প্রার্থনা এবং বিসর্জন সম্পন্ন হল। এই গণেশ চতুর্থীতে প্রার্থনা করি ভগবান গণেশের আর্শীবাদ আপনার এবং আপনার প্রিয়জনের সঙ্গে থাকুক, ভালো থাকুন, খুশিতে থাকুন..গণপতি বাপ্পা মোরিয়া!' ছবিটি ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়।



এই ছবিটি পোস্ট করার পরেই নেটিজেনদের একাংশের আক্রমণের মুখে পড়েন শাহরুখ। সোশ্যাল মিডিয়ায় অনেকে লেখেন, 'শাহরুখ খান একজন মুসলিম হয়ে হিন্দু উৎসব পালন করছেন কেন?' তবে কিং খানের সেই উত্তর দেওয়ার প্রয়োজন হয়নি। ভক্তরাই জবাব দেন, 'মন্নতে ইদ,দিওয়ালি, হোলি, ক্রিসমাস বা গণেশ চতুর্থী সব উত্সবই পালন করা হয় সমান ভক্তিভরে। সর্বধর্ম সমন্নয়ের বার্তাই সবসময় দিতে থাকেন এই তারকা দম্পতি।'

চলতি মাসের শুরুতেই বখরি ইদের দিন আব্রামের প্রার্থনার একটি ছবি পোস্ট করে সকলকে শুভেচ্ছা জানিয়েছিলেন শাহরুখ। ধর্ম নিয়ে তাঁর বাড়িতে কোনও আলোচনাই হয় না একথাও বলেছিলেন এসআরকে।

করোনা আবহে তিন সন্তানের সঙ্গে বাড়িতেই সময় কাটাচ্ছেন শাহরুখ-গৌরী। জুনের শেষের দিকে মন্নতেই একটি বিজ্ঞাপনী ক্যাম্পেনের শ্যুটিং সেরেছিলেন শাহরুখ। স্বাধীনতা দিবসের আগেই সামনে এসেছে সেই বিজ্ঞাপন।

'জিরো'-র পর রুপোলি পর্দা থেকে দূরেই রয়েছেন অভিনেতা শাহরুখ খান। এখনও আনুষ্ঠানিকভাবে নতুন কোনও প্রোজেক্টে স্বাক্ষর করেননি বাদশা। তবে অভিনয় থেকে দূরে থাকলেও প্রযোজনার কাজ পুরোদমে চালিয়ে যাচ্ছেন শাহরুখ। নেটফ্লিক্সে সম্প্রতি মুক্তি পেয়েছে রেড চিলিজের ছবি ‘ক্লাস অফ ৮৩’, ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করছেন ববি দেওল।