মুম্বই: বলিউডে অভিষেকের আগেই সোশ্যাল মিডিয়ায় শাহরুখ খানের মেয়ে সুহানাকে নিয়ে চর্চার অন্ত নেই। মাঝেমধ্যেই সোশ্যাল মিডিয়ায় সুহানার ছবি ও ভিডিও ভাইরাল হয়। এবার তাঁর আরও একটি ছবি সোশ্যাল মিডিয়ায় সামনে এসেছে। অন্যান্য ছবি ও ভিডিও-র মতো এক্ষেত্রেও ইনস্টাগ্রামে তাঁর অনুরাগীদের নজর কেড়েছে।
সম্প্রতি সুহানার একটি ছবি সামনে এসেছিল। সেখানে তাঁকে নীল রঙের পোশাকে দেখা গিয়েছে। কিন্তু এই ছবি নিয়ে কেউ কেউ সুহানাকে ট্রোল করেছেন। তাঁদের বক্তব্য, ছবিতে সুহানাকে শাহরুখের মতো দেখতে লাগছে। ছবিতে সুহানাকে হাসিমুখে সম্ভবত কোনও ডান্স স্টেপ করতে দেখা যাচ্ছে। এই ছবি দেখে কেউ কেউ বিভিন্ন ধরনের অসংবেদনশীল মন্তব্য করেছেন।