মোহালি: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিন ম্যাচের টি ২০ সিরিজের দ্বিতীয় ম্যাচে ভারত ৭ উইকেটে জিতেছে। সিরিজে ১-০ এগিয়ে গিয়েছে ভারত। এই জয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন অধিনায়ক বিরাট কোহলি।
জয়ের জন্য ১৫০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৭২ রানের ঝলমলে ইনিংস খেলেন কোহলি। ৫২ বলের এই ইনিংসে রয়েছে চারটি চার ও তিনটি ছয়।
এরসঙ্গেই আন্তর্জাতিক ক্রিকেটে কোহলি এমন এক রেকর্ড করলেন, যা অন্য কোনও ব্যাটসম্যানের নেই। তিনিই একমাত্র ক্রিকেটার, যাঁর ক্রিকেটের তিন ফরম্যাটেই রানের গড় ৫০-এর বেশি। ভারতের হয়ে এখনও পর্যন্ত ৭৯ টেস্ট, ২৩৯ একদিন ও ৭১ টি ২০ ম্যাচ খেলেছেন।
টেস্ট ক্রিকেটে তাঁর গড় ৫৩.১৪। পাঁচদিনের ক্রিকেটে এখনও পর্যন্ত তাঁর সংগ্রহ ৬৭৪৯। একদিনের ক্রিকেটে ৬০.৩১ গড়ে ১১৫২০ রান করেছেন। টি ২০ তে তাঁর গড় ৫০.৮৫। এই ফরম্যাটে তাঁর মোট রান ২৪৪১। টি ২০তে সর্বাধির রান সংগ্রহের ক্ষেত্রে তাঁর সহকারী রোহিত শর্মাকে পিছনে ফেলেছেন। এর আগে কোহলি টি ২০ তে সর্বাধিক রান সংগ্রহকারী ব্যাটসম্যান ছিলেন। তাঁর মোট রান ২৪৩৪।
তিন ফরম্যাটেই রানের গড় পঞ্চাশের বেশি, নয়া রেকর্ড বিরাট কোহলির
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
19 Sep 2019 11:47 AM (IST)
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিন ম্যাচের টি ২০ সিরিজের দ্বিতীয় ম্যাচে ভারত ৭ উইকেটে জিতেছে। সিরিজে ১-০ এগিয়ে গিয়েছে ভারত। এই জয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন অধিনায়ক বিরাট কোহলি।
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -