নয়াদিল্লি: সোশ্যাল মিডিয়ায় (Social Media) আজকাল বেশ সক্রিয় থাকেন শাহরুখ খান (Shah Rukh Khan)। কাজের ব্যস্ততার ফাঁকেও অনুরাগীদের সময় দিতে ভোলেন না তিনি। আজ তো তাঁর এক ট্যুইট অনুরাগীদের মন জয় করে নিয়েছে। এক বৃদ্ধা মহিলার 'চিরদিনের ক্রাশ' (Forever Crush) নাকি শাহরুখ খান, সোশ্যাল মিডিয়ায় সেই খবর শুনে উত্তরও দিলেন কিং খান। 


বৃদ্ধার 'ক্রাশ' কিং খান, উত্তরে কী বললেন শাহরুখ?


এদিন ট্যুইটারে একটি ভিডিও শেয়ার করেন শাহরুখ খান। সেখানে শোনা যাচ্ছে এক বৃদ্ধা হাতে চায়ের কাপ নিয়ে কথা বলছেন। গুজরাতি ভাষায় তিনি নিজের 'চিরদিনের ক্রাশ'-এর নাম বলছেন। তাঁরা কারা? ধর্মেন্দ্র ও শাহরুখ খান। বৃদ্ধার নাতি ওই ভিডিও পোস্ট করেন ট্যুইটারে। শাহরুখকে ট্যাগ করে তিনি লেখেন, 'বোঝা গেল যে এসআরকে আমার ঠাকুমার ফরেএভার ক্রাশ। আশা করি এটা ওঁর পর্যন্ত পৌঁছবে।' কিং খানের কাছে ভালবাসার প্রস্তাব যাবে আর তিনি উত্তর দেবেন না তা হয়? তিনি তো 'হৃদয়ের বাদশাহ্'। এই ট্যুইটের উত্তর দিয়েছেন তিনি। গুজরাতি ভাষায় লিখেছেন, 'আমিও তোমাকে ভালবাসি বা।'


 






আরও পড়ুন: Heeramandi: 'হীরামান্ডি'তে বিশেষ চরিত্রের জন্য রেখাকে প্রস্তাব পরিচালকের! কী বললেন অভিনেত্রী?


মঙ্গলবারও একটি ভাইরাল ভিডিও শেয়ার করেন কিং খান। সেখানে দেখা যায় দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকারা পা মিলিয়েছেন 'ঝুমে জো পাঠান' গানে। প্রসঙ্গত, চার বছর পর বড়পর্দায় ফিরেছেন কিং খান। ২৫ জানুয়ারি মুক্তি পেয়েছে 'পাঠান'। বিশ্বের বক্স অফিসে ইতিমধ্যেই তা ১০০০ কোটির গণ্ডি পার করে ফেলেছে। এখনও ঊর্ধ্বমুখী আয়ের পরিমাণ। ট্রেড অ্যানালিস্টদের দেওয়া তথ্য অনুযায়ী জানা যাচ্ছে, মঙ্গলবার শাহরুখ খানের ছবি 'পাঠান' ব্যবসা করেছে ১.১০ কোটি টাকার। আর তাতেই দেশে এই ছবি ৫১৮.০৫ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে। এই ছবির হিন্দি ভার্সন এখনও পর্যন্ত ব্যবসা করেছে ২৮ দিনে ৫০০ কোটি টাকা। অন্যদিকে, 'বাহুবলী ২'-এর হিন্দি ভার্সন ৫১১ কোটি টাকার ব্যবসা করে রেকর্ড গড়েছিল। প্রভাসের ছবি ৩৪ দিনে ৫০০ কোটি টাকার ব্যবসা করে। যেখানে শাহরুখের 'পাঠান' মাত্র ২৮ দিনেই ৫০০ কোটির ব্যবসা করে ফেলেছে। ট্রেড অ্যানালিস্টরা আন্দাজ করছেন। আগামী কয়েকটা দিনের মধ্যেই 'বাহুবলী ২'-এর হিন্দি ভার্সনের সেই রেকর্ডকে ভেঙে ফেলবে 'পাঠান'। এছাড়া এর মাঝে ২০২২ সালে মুক্তি প্রাপ্ত 'ব্রহ্মাস্ত্র' ছবিতে ছোট একটি চরিত্রে দেখা গিয়েছিল তাঁকে।