কলকাতা: নতুন ছবি 'জওয়ান' (Jawan) মুক্তির আর ১ সপ্তাহও বাকি নেই। অপেক্ষার ৪ দিন আগে সোশ্যাল মিডিয়ায় 'আস্ক এসআরকে' (Ask SRK) নিয়ে হাজির শাহরুখ খান (Shah Rukh Khan)।  তাঁর কথোপকথন সবসময়েই মুগ্ধ করে অনুরাগীদের। আজ ফের সোশ্যাল মিডিয়ায় তৈরি হল কী কী গল্প? দেখে নেওয়া যাক। 


ছবির ট্রেলারে ও মুক্তি পাওয়া গানে শাহরুখকে দেখা গিয়েছিল, মুম্বইয়ের রাস্তায় নাচ করতে। সেই দৃশ্য তুলে ধরে একজন অনুরাগী তাঁকে প্রশ্ন করেন, এত বছর পরে মুম্বইয়ের রাস্তায় নাচ করে কেমন লাগছে? সেই 'এক্স'-টি 'রি-এক্স' করে শাহরুখ লেখেন, 'মনে হচ্ছিল.. যেন আমার বাড়িতেই নাচ করছি। প্রত্যেকবার মুম্বইয়ের রাস্তা আমার নিজের বাড়ির মতোই মনে হয়।'


 






এক অনুরাগী শাহরুখের উদ্দেশে লেখেন, 'আমার থেকে আমার মা 'জওয়ান' দেখার জন্য বেশি উৎসাহী।' সেই 'এক্স'-টি 'রি-এক্স' করে শাহরুখ খান লেখেন, 'মায়েরা সবসময় সঠিকই হয় ভাই।'


 






 


বাংলাদেশের এক অনুরাগী 'এক্স'-এ শাহরুখকে জানান, মুক্তির আগেই নাকি বাংলাদেশে 'জওয়ান'-এর টিকিটের আকাল। তাই নাকি একাধিক প্রেক্ষগৃহ কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে, ২৪ ঘণ্টাই শো চালানো হবে 'জওয়ান'-এর। এর উত্তরে শাহরুখ লেখেন, 'অনেক ধন্যবাদ বাংলাদেশের প্রেক্ষাগৃহ কর্তৃপক্ষ। আশা করি তোমরা ছবিটা উপভোগ করবে।'


 






ছবির ট্রেলারে একটি দৃশ্য দেখা গিয়েছিল, যেখানে শাহরুখ পুলিশের উর্দিতে রয়েছেন। সেই ছবি তুলে ধরে এক অনুরাগী শাহরুখকে প্রশ্ন করেছেন, 'পুলিশের উর্দি পরে কেমন লাগছে?' শাহরুখ উত্তরে লেখেন, 'দুর্দান্ত। পুলিশের কাজটা ভীষণ গর্বের আর প্রশংসা করার মতোই।'


 






শাহরুখকে এক অনুরাগী প্রশ্ন করেন, হায়দরাবাদে কাটানো ছোটবেলার কিছু স্মরণীয় মুহূর্তের গল্প শোনাতে। উত্তরে শাহরুখ খেলেন, 'অনেক ছোট ছিলাম তখন মনে নেই ঠিক। খালি মনে আছে, চারমিনার যেতাম আর বাড়িতে খুব ভাল ভাল রান্না হত।' 


 






আরও পড়ুন: Jawan vs Pathaan: 'পাঠান'-এর রেকর্ডকে ভাঙবে 'জওয়ান'? অগ্রিম টিকিট বুকিংয়ে কত আয় হল শাহরুখের ছবির?