মুম্বই: বন্ধুদের সঙ্গে ফ্রেন্ডশিপ ডে পালন করতে গিয়েছিলেন শাহরুখ খানের বড় ছেলে আরিয়ান। পার্টি থেকে বার হওয়ার সময় কয়েকজন গরিব ছেলেমেয়ে ঘিরে ধরে তাঁকে। একজন পয়সাও চায়। দাঁড়িয়ে পড়ে পকেটে হাত দেন আরিয়ান। তখন তাঁর সঙ্গে থাকা আর একজন টাকা দিয়ে দেন মেয়েটিকে।
[embed]https://www.instagram.com/p/BmIoPKBhZ-e/?utm_source=ig_embed&utm_campaign=embed_loading_state_control[/embed]
ইন্টারনেটে এই ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে। দেখুন ভিডিওটি
[embed]https://www.instagram.com/p/BmINEZdgwws/?utm_source=ig_embed&utm_campaign=embed_loading_state_control[/embed]
আরিয়ানের সঙ্গে পার্টিতে ছিলেন শ্রীদেবীর ছোট মেয়ে খুশি কপূর। তাঁরও এমন ভিডিও সামনে এসেছে। খুশি অবশ্য কিছু বোঝার আগেই গাড়িতে উঠে যান। কাচ বন্ধ থাকার কারণে ছেলেমেয়েদের কথা শুনতে পাননি তিনি। তবে তাদের দিকে তাকিয়ে হাসতে ভোলেননি।
[embed]https://www.instagram.com/p/BmILuBEHNd5/?utm_source=ig_embed&utm_campaign=embed_loading_state_control[/embed]
আরিয়ান, খুশি ছাড়াও ওই পার্টিতে ছিলেন সঞ্জয় কপূরের মেয়ে শানায়া, সোহেল খানের ছেলে নির্বাণ খান সহ বেশ কয়েকজন স্টার কিড।
দেখুন! গরিব ছেলেমেয়েদের অর্থসাহায্য করছেন শাহরুখ পুত্র আরিয়ান
ABP Ananda, Web Desk
Updated at:
07 Aug 2018 02:26 PM (IST)
NEXT
PREV
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -