নয়াদিল্লি: একটা শ্রেণীর লোক আছে যাদের স্বভাবই হল খুঁত ধরা। কোনও কিছু থেকেই তারা খুঁত বেছে অন্য কাউকে জ্বালাতন করতে খুব দড়। তাদের মধ্যে আবার কেউ কেউ কারুর সম্পর্কে জঘন্য কথাবার্তা বলতেও পিছপা হয় না। এমনই কিছু ব্যক্তির ট্রোলের শিকার হলেন বলিউড অভিনেত্রী সানি লিওন।
সানি অতীতে অ্যাডাল্ট তারকা ছিলেন। সেই পেশা ছেড়ে এখন বলিউডে কেরিয়ার গড়ার চেষ্টা করছেন তিনি। বিয়েও করেছেন। এক কন্যাসন্তানকে দত্তকও নিয়েছেন। কিন্তু ইন্টারনেটে যাঁরা ট্রোল করেন তাঁদের কেউ কেউ সানির সেই অতীত পেশা টেনে খুঁত বেছে অভব্য মন্তব্য করতে কসুর করলেন না।
গত বৃহস্পতিবার স্বামী ড্যানিয়েল ওয়েবারের সঙ্গে একটা ছবি ইন্সটাগ্রামে শেয়ার করেছেন সানি। ছবিতে সানির পাশে বসে ড্যানিয়েলকে ঘুমোতে দেখা গিয়েছে। ক্যাপশনে তিনি লিখেছেন “Nite nite y’all!!”





এই ছবিতেই কয়েকটি অভব্য-জঘন্য মন্তব্য করেছেন কয়েকজন ইউজার।
স্বামীর সঙ্গে একেবারে একটি স্বাভাবিক ছবি সম্পর্কে মতামত জানিয়ে কয়েকজন বিকৃতমনস্ক অনলাইন ইউজার যে সব মন্তব্য করেছেন, তার মধ্যে অনেকগুলিই ভাষায় প্রকাশ করাই সম্ভব নয়। এছাড়াও রয়েছে আরও অনেক রুচিহীন মন্তব্য। কেউ জানতে চেয়েছেন, 'কার সঙ্গে ঘুমোচ্ছেন?'
আর একজনের মন্তব্য, 'কার সঙ্গে বিয়ে হল...সানি তো প্রাক্তন পর্ন স্টার..পর্ন তারকার আবার বিয়ে কী?'
অন্য একটি মন্তব্য, 'সানি পাশে থাকলে ঘুম আসে কী করে?'






চলতি মাসের গোড়াতেই একটি ছবি ইন্সটাগ্রামে পোস্ট করেছিলেন সানি। ছবিতে গাছ থেকে ঝুলতে দেখা গিয়েছে। নতুন শো-এর সেটে তোলা এই ছবিতে বহু অনুরাগীই তাঁর নতুন কাজ দেখার আগ্রহের কথা জানিয়েছেন। আবার কেউ কেউ তাঁর অতীতে পেশা নিয়ে খোঁচা দিয়েছেন।