আশাবুল হোসেন, কলকাতা: নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পরও করোনা ভ্যাকসিনের সার্টিফিকেটে কেন প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার করা হচ্ছে,  এই প্রশ্ন তুলে নির্বাচন কমিশনে অভিযোগ জানাল তৃণমূল।


শুক্রবার ভোটের নির্ঘণ্ট ঘোষণা করে নির্বাচন কমিশন। ওইদিন থেকেই চালু হয়েছে আদর্শ আচরণবিধি। ২৭ তারিখ থেকে শুরু ভোট। 


গতকাল তৃণমূল সাংসদ ডেরেক ও'ব্রায়েন কমিশনে অভিযোগ জানান। তৃণমূলের দাবি, ভোটের দিন ঘোষণার সঙ্গেই রাজ্যে চালু হয়েছে আদর্শ আচরণবিধি। তা সত্ত্বেও করোনা সার্টিফিকেটে রয়েছে মোদির ছবি।


আরও পড়ুন


Election Covid Guidelines: করোনা আবহে কোভিড বিধি মেনেই ভোট, জেনে নিন সব গাইডলাইন


এতে আদর্শ আচরণবিধি লঙ্ঘন করা হয়েছে বলে দাবি তৃণমূলের।  নির্বাচন কমিশনের কাছে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়েছে তারা।


এর আগে, সবুজসাথীর সাইকেল বিলিকে কেন্দ্র করে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ ওঠে দুর্গাপুরে। গত শনিবার দুর্গাপুরের বিজরা হাইস্কুলে সবুজসাথী প্রকল্পে পড়ুয়াদের সাইকেল বিলি করা হয়।


এরপরই শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। সাইকেল বিলি করে নির্বাচনী বিধিভঙ্গ করা হয়েছে বলে অভিযোগ করেছে বিজেপি। এনিয়ে নির্বাচন কমিশনে নালিশ জানানোরও হুঁশিয়ারি দেয় বিজেপির শিক্ষক সংগঠন। 


 



 


স্কুলের প্রধান শিক্ষকের দাবি, স্কুলে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের থাকার ব্যবস্থা করা হবে। তাই সাইকেল বিলি করে দেওয়া হয়েছে। স্কুল কর্তৃপক্ষের সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছে তৃণমূল। তাদের দাবি, ভোটের জন্য সরকারি প্রকল্পের সুবিধা দেওয়া বন্ধ করা যায় না। 


রবিবারই কলকাতার গড়ফার একটি স্কুলে, সরকারি প্রকল্প, স্বাস্থ্যসাথী কার্ডের ছবি তোলার কর্মসূচি নেওয়া হয়। খবর পেয়ে সেই ক্যাম্প বন্ধ করে দেয় নির্বাচন কমিশন।